দিতে হয় না ফোনের বিল! সাংসাদরা আর কী কী সুবিধা পান, জানলে অবাক হবেন

Published : Jun 06, 2024, 04:17 PM IST
Parliament Winter session

সংক্ষিপ্ত

কী কী সুযোগ সুবিধা পান সাংসদরা? জানলে চমকে যাবেন

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচিত ৫৪২ জন সাংসদরা কী সুবিধা পান জানেন? বেতন ছাড়াও একাধিক সুযোগ সুবিধা পান সাংসদরা। সংসদ সদস্য আইন ১৯৫৪ অনুযায়ী বেশ কিছু সুবিধা পান সাংসদরা।

তথ্য অনুযায়ী সাংসদরা প্রতিমাসে আনুমানিক প্রায় ১ লক্ষ টাকা বেতন পান। ১ এপ্রিল ২০২৩ অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর বাড়ান হবে সাংসদদের ভাতা বলে জানা যায়। সংসদ সদস্য হওয়ার সঙ্গে সম্পর্কিত যে কোনও কাজে ভ্রমণের জন্য আলাদা ভাতা দেওয়া হয় সাংসদদের। সড়কপথে কোথাও গেল প্রতি কিলোমিটার ১৬ টাকা হিসাবে আলাদা ভাতা পান সাংসদরা।

নির্বাচনী ভাতা হিসাবে ৭০ হাজার টাকা করে নির্বাচনী ভাতা পান সদস্যরা। সাংসদকে তাঁর দিল্লির বাসভবনে বা দিল্লিতে টেলিফোন লাগানোর জন্য কোনও চার্জ দিতে হয় না। এ ছাড়া ১৫ হাজার ফ্রি লোকাল কলের খরচ দেন। একজন সাংসদ প্রতিমাসে অফিস খরচ ভাতা হিসাবে ৬০ হাজার টাকা পান।

এমপিরা একটি পাসও পেয়েছেন যার সাহায্যে যেকোনও সময়ে বিনামূল্যে রেলপথে ভ্রমণ করতে পারবেন সাংসদরা। এই পাসের সাহায্যে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করা যাবে। সরকারি কাজে বিদেশে গেলেও ভাতা পাবেন এমপিরা।

কোনও শারীরিক অসুস্থতা হলে সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা বা অপারেশন খরচ সম্পূর্ণ সরকার বহন করে। এ ছাড়া সরকারি খরচে নিরাপত্তারক্ষী পান সাংসদরা।

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!