Aryan Khan drugs case: আজও জামিন মিলল না আরিয়ানের, বুধবার ফের শুনানি বম্বে হাইকোর্টে

জামিন পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান খান। অর্থাৎ মঙ্গলবার জেলেই রাত কাটাতে হবে আরিয়ান খানকে।

জামিন পেলেন না (Bail Rejected) শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। মঙ্গলবারও তাঁকে জামিন দিল না বম্বে হাইকোর্ট(Bombay HC)। অর্থাৎ মঙ্গলবার জেলেই রাত কাটাতে হবে আরিয়ান খানকে। একাধিকবার শাহরুখ খান (Shahrukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।  এদিকে, বুধবার দুপুর ২.৩০ পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে এই মামলার শুনানি। আরিয়ান-আরবাজ-মুনমুনরা এদিন জামিন না পেলেও মামলার অপর দুই অভিযুক্ত মণীশ গারহিয়া (Manish Garhiya) এবং অভিন সাহু (Avin Sahu)-র জামিন মঞ্জুর করেছে বিশেষ এনডিপিএস আদালত।

এখনও পর্যন্ত আর্থার রোড জেলের কারাগারেই রয়েছে আরিয়ান। শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদকমামলার মোড় যেন ক্রমশ অন্যদিকে ঘুরে যাচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার(Tuesday) অর্থাৎ ২৬শে অক্টোবর(26th October) বম্বে হাইকোর্টে(Bombay Highcourt) আরিয়ান খানের জামিনের আবেদনের সওয়াল চলে। আরিয়ানের হয়ে সওয়াল করেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল(Former Attorney General of India) মুকুল রোহতগি(Mukul Rohatgi)। 

Latest Videos

সোমবার রাতে মুম্বই পৌঁছন মুকুল রোহতগি। আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডের সঙ্গে এদিন তিনিও থাকবেন সওয়াল জবাবে বলে জানা গিয়েছে। বিচারপতি নীতিন সামব্রের এজলাসে উঠেছে আরিয়ান খানের জামিনের মামলা। তবে আদৌও কি জামিন পাবেন শাহরুখ পুত্র, সেদিকে নজর রয়েছে সবার। কারণ এখনও পর্যন্ত এনসিবি কর্তাদের একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি আরিয়ান, যার মধ্যে অন্যতম হল মাদক কেনার টাকা তিনি কোথায় পেতেন। 

Bank holidays November 2021- নভেম্বরে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন বাংলায় কবে

এই পাঁচ বলিউড সেলিব্রিটির কেরিয়ার প্রায় নষ্ট করে দিয়েছিলেন সলমন খান

পিরিয়ডসের সময় এই নিয়মগুলো মানেন তো, জেনে রাখা উচিত পুরুষদেরও

বিশেষজ্ঞরা বলছে আরিয়ানের শুনানির সাফল্য নির্ভর করছে এই কয়েকটি প্রশ্নের উত্তরের ওপর। উল্লেখ্য, এর আগের শুনানিতে সতীশ মানশিন্ডে আদালতের সামনে আর্জি জানিয়েছিলেন, যেহেতু আরিয়ান খানের কাছ থেকে কোনও রকম নিষিদ্ধ মাদক উদ্ধার করা যায়নি, তাই তাঁকে জেল হেফাজতে রাখারও কোনও মানে হয় না। সতীশ মানশিন্ডের সব যুক্তি শোনার পরেও মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত শাহরুখ পুত্র, আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে দেয়।
 
উল্লেখ্য ৮ই অক্টোবর থেকে জেলে রয়েছেন আরিয়ান খান। মন্নতে হানা দিয়ে আরিয়ান খান সংক্রান্ত জরুরি নথি নিজেদের নাগালে নিয়ে এসেছেন এনসিবি। অভিনেতার ড্রাইভারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে এনসিবি কর্তারা। এখানেই শেষ নয়, গত কয়েক দিন ধরে আরিয়ান খানের বান্ধবী অভিনেত্রী অনন্যা পান্ডেকেও জিজ্ঞাসাবাদ করেছে সমীর ওয়াংখেড়ে। যদিও অনন্যার উত্তরের ভাঁজে সন্দেহ বাসা বেঁধে আছে বলেই মনে করছেন ওয়াংখেড়ে। তার দাবি বেশ চ্যাট সম্ভবত ডিলিট করে দিয়েছেন অনন্যা।

"

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari