আগামী দুমাস মিলবে না কোনও বেতন-ডিএ? সপ্তাহের শুরুতেই বিরাট খারাপ খবর দিলেন মুখ্যমন্ত্রী!

কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামী দু মাস নাকি কোনও বেতন-ডিএ পাবেন না সরকারি কর্মীরা। রাজ্যের আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় এমনই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। তিনি নিজেও নাকি কোনও বেতন নেবেন না! কী হতে চলেছে? সরকারি কর্মীরাই বা কী বলছেন! জেনে নিন।

Parna Sengupta | Published : Dec 16, 2024 8:58 AM
110

বিরাট খারাপ খবর আচমকা। দুসংবাদের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।

210

এহেন দুসংবাদে মাথায় হাত রাজ্য সরকারী কর্মীদের। কী করবেন তাঁরা, ভেবে পাচ্ছেন না।

310

মুখ্যমন্ত্রীর কথায় জানা গিয়েছে রাজ্যের আর্থিক হাল বেশ খারাপ।

410

ফলে আগামী দু মাস নাকি সরকারী কর্মীদের বেতন ও ডিএ দেওয়া হবে না।

510

মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নিজেও কোনও বেতন বা ডিএ নেবেন না।

610

এই খবরে বেশ ভেঙে পড়েছেন কর্মীরা। রাজ্যের আর্থিক অবস্থা খারাপের সরাসরি শিকার হতে হচ্ছে তাঁদের।

710

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যে রাজ্যের আর্থিক পরিস্থিতি যদি ভালো হয় তাহলে ডিএ এবং বাকি বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে।

810

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি যতদিন না ভালো হচ্ছে ততদিন কেউ কোনও সরকারি কর্মী ডিএ, টিএ নেবেন না।

910

মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

1010

তবে বাংলা নয়, এই ঘোষণা করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos