অযোধ্যা মামলার শুনানির জন্য 'সময় নেই', পিছিয়ে গেল কাশ্মীর মামলার শুনানি

  • অযোধ্যা মামলার শুনানির জন্য 'সময় নেই'
  • তাই পিছিয়ে গেল কাশ্মীর মামলার শুনানি
  • সুপ্রিম কোর্টে, কাশ্মীর মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ
  • সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে
Indrani Mukherjee | Published : Sep 30, 2019 10:34 AM IST / Updated: Sep 30 2019, 04:09 PM IST

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই উপত্যকায় সুরক্ষার স্বর্থে একাধিক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করা হয় সুপ্রিম কোর্টে, যার শুনানি হওয়ার কথা ছিল আজ অর্থাৎ সোমবার। কিন্তু সেই মামলার শুনানি একদিনের জন্য স্থগিত রাখল শীর্ষ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে মঙ্গলবার ওই মামলার শুনানি হবে। 

এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জল গগৈ জানিয়েছেন, প্রতিদিন অযোধ্যা মামলার শুনানির কারণে এদিন সাংবিধানিক বেঞ্চের কাছে কাশ্মীর মামলার শুনানির জন্য সময় নেই। তিনি আরও বলেন, কাশ্মীর মামলার জন্য যে সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়েছে, তারা জম্মু ও কাশ্মীর সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পরিচালনা করা হবে, যার মধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়টিও থাকবে। 

Latest Videos

আরও পড়ুন- বিলকিস বানো মামলা, রায় পুনর্বিবেচনার মামলা করে আরো বিপাকে গুজরাত সরকার

এদিন সুপ্রিম কোর্টের তরফে আরও বলা হয় যে, এই মুহূর্তে এত বেশি শুনানির সময় নেই তাঁদের কাছে। তাদের কাছে অযোধ্যা মামলার শুনানি রয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল যে, আগামী ১৮ অক্টোবরের মধ্যে অযোধ্যা মামলার শুনানির প্রক্রিয়া শেষ করতে হবে। কারণ এর থেকে বেশি সময় অযোধ্যা মামলার জন্য দেওয়া যাবে না বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কারণ এমন অনেক মামলা রয়েছে সেগুলির শুনানি হওয়াটাও জরুরি। তাই আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বিচারপতি এন ভি রমন্নার নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ জম্মু-কাশ্মীর সংক্রান্ত যাবতীয় আবেদনের শুনানি শেষ হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। 

Share this article
click me!

Latest Videos

ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু