ফেসবুকে যোগী আদিত্য়নাথের বিরুদ্ধে 'আপত্তিকর' পোস্ট, নয়ডায় গ্রেফতার ব্য়বসায়ী

  • আবারও উত্তরপ্রদেশে যোগী আদিত্য়নাথের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য়
  • ফেসবুকে আপত্তিকর মন্তব্য় করে গ্রেফতার নয়ডার এক ব্য়বসায়ী
  • যদিও অভিযুক্ত বলেছেন, ভুল করেই তিনি এই পোস্ট শেয়ার করেছিলেন
  • কিছুদিন আগেও একাধিকজনকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল

Sabuj Calcutta | Published : Feb 20, 2020 2:25 PM IST

বুধবার গ্রেটার নয়ডা থেকে এক ব্য়বসায়ীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ দাবি করেছে, ওই ব্য়ক্তি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছিলেন 

জানা গিয়েছে, অভিযুক্তের নাম চাঁদ কুরেশি গ্রেটার নয়ডার জেবার টাউনে থাকেন ওই ব্য়বসায়ী ফেসবুকে মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছিলেন  কুরেশি সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ

এদিকে অভিযুক্ত বলেন, তিনি ভুল করে ওই পোস্ট করেছিলেন ফেসবুকেমুখ্যমন্ত্রীর অমর্যাদা করার কোনও বাসনা তাঁর ছিল নাএক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কুরেশি ফেসবুকে মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে একটি পোস্ট শেয়ার করেছিলেনযা প্রায়  আপত্তিকর বলেই মনে করা হচ্ছেজেবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়যার ভিত্তিতেই ওই ব্য়বসায়ীকে গ্রেফতার করা হয়েছে

জানা গিয়েছে, কুরেশির বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে শান্তিভঙ্গের প্ররোচনায় ইচ্ছাকৃতভাবে অবমাননাকর কোনও পোস্ট কেউ করলে তার বিরুদ্ধেই এই ধারায় মামলা রুজু করা হয়

২০১৯-এর জুন মাসে গোরক্ষপুর জেলা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল প্রায় একই অভিযোগে সেক্ষেত্রে পুলিশ অভিযোগ এনেছিল, মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য় সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিযুক্তরা ওই ঘটনার কিছুদিন আগে, নয়ডার একটি বেসরকারি টিভি  চ্য়ানেলের সম্পাদককে গ্রেফতার করা হয়েছিল মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বিষয় দেখানোর অভিযোগে

এদিকে এদিনের গ্রেফতারি ঘটনায় প্রশ্ন উঠেছে, মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য় বা বিষয় বলতে কী বোঝাতে চাইছে প্রশাসন, তা স্পষ্ট করে বলা হোক

 

 

Share this article
click me!