সাহায্য করছে ভারতীয় সেনা, শীতের শুরুতেই উত্তর সিকিমে অ্যাডভেঞ্চার ট্যুরিজম

Published : Nov 27, 2025, 11:28 PM IST
Adventure Tourism in North Sikkim

সংক্ষিপ্ত

Sikkim Tourism: সিকিমে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। তবে যাঁরা তুষারপাত উপভোগ করতে চান, তাঁরা শীতকালে সিকিমে বেড়াতে যান। এবার উত্তর সিকিমে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সহায়তায় শুরু হল অ্যাডভেঞ্চার ট্যুরিজম।

DID YOU KNOW ?
সিকিমে নতুন আকর্ষণ
উত্তর সিকিমের ইয়ুমথাং উপত্যকায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণ অ্যাডভেঞ্চার স্পোর্টস।

North Sikkim Adventure Tourism: ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) সক্রিয় সাহায্য ও সহায়তায় উত্তর সিকিমের ইয়ুমথাং উপত্যকায় (Yumthang Valley) চালু করা হল অ্যাডভেঞ্চার ট্যুরিজম। স্থানীয় মানুষজনকে এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে সবরকমভাবে সাহায্য করছে সেনাবাহিনী। উঁচু পর্বতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সাহায্য করছে সেনাবাহিনী। এই সরঞ্জামগুলির মধ্যে রয়েছে তাঁবু খাটিয়ে থাকার সরঞ্জাম, খাড়াই পাহাড়ে ওঠার প্রয়োজনীয় সরঞ্জাম, পাহাড় চড়ার সময় নিজেদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয় সরঞ্জাম, তাঁবু খাটিয়ে থাকার সময় রান্না করার প্রয়োজনীয় সরঞ্জাম এবং উঁচু পাহাড়ে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। এই সরঞ্জামগুলি পাওয়ার পর ইয়ুমথাং উপত্যকার বাসিন্দারা পর্যটকদের আকর্ষণ করতে পারবেন। এই অঞ্চল অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন অনেক পর্যটক এখানে পা রাখেন। এবার শুধু পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বা তুষারপাতই নয়, তার সঙ্গে অ্যাডভেঞ্চার স্পোর্টসের আকর্ষণও যুক্ত হচ্ছে।

স্থানীয় তরুণদের কর্মসংস্থান হবে

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের যেভাবে সাহায্য করা হচ্ছে, তাতে ইয়ুমথাং উপত্যকার তরুণরা পর্যটকদের ট্রেকিং, ক্যাম্পিং, অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করতে পারবেন। এ বিষয়ে স্থানীয় তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলে সুরক্ষিতভাবে অ্যাডভেঞ্চারের আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা। সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হয়ে যোগাযোগ রক্ষা করছেন পিমা দোরজি। তিনি জানিয়েছেন, ‘এই সাহায্য পাওয়ার ফলে আমাদের তরুণরা অ্যাডভেঞ্চার স্পোর্টস আয়োজন করতে পারবে। ওরা নির্দিষ্ট কাঠামো অনুযায়ী অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করতে পারবে। ওরা অনেক বেশি পর্যটককে ইয়ুমথাং উপত্যকায় আকর্ষণ করতে পারবে। আমরা অনেক বেশি দায়িত্ববানভাবে পর্যটন পরিচালনা করতে পারব এবং সবার জন্য উপযুক্ত রুজি-রোজগারের ব্যবস্থা করতে পারব।’

সিকিমে পর্যটনের নতুন আকর্ষণ

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়ুমথাং উপত্যকা হল সিকিমের অন্যতম সুন্দর অঞ্চল। স্থানীয় তরুণরা যাতে দায়িত্ববানভাবে পর্যটন চালিয়ে যেতে পারেন এবং তাঁদের আর্থিক উন্নতি হয়, সেক্ষেত্রে সাহায্য করা হচ্ছে। উত্তর সিকিমে স্থানীয় বাসিন্দাদের আরও কাছাকাছি পৌঁছে যেতে পারবে সেনাবাহিনী। সীমান্ত অঞ্চলে পর্যটনের প্রচারও হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
উত্তর সিকিমে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে জোর সেনাবাহিনীর।
উত্তর সিকিমের ইয়ুমথাং উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় অ্যাডভেঞ্চার ট্যুরিজম।
Read more Articles on
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!