North Sikkim: সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে সিকিম। বিশেষ করে উত্তর সিকিম পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এবার সেখানে পর্যটকদের জন্য নতুন ব্যবস্থা করা হচ্ছে।
Sikkim Tourism: আবহাওয়া ভালো যাচ্ছে না উত্তর সিকিমের। টানা ভারী বৃষ্টিতে ধস নামছে বিভিন্ন জায়গায়। কিছুদিন আগেও লাচুং, লাচেনের সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে পর্যটনের মরশুম দরজায় কড়া নাড়ছে। আবহাওয়ার কারণে এবার পুজোর ছুটিতে অনেকেই যেতে চাইছেন না উত্তর সিকিমে। কারণ, ভূমিধসে বিধ্বস্ত রাস্তা দিয়ে যাতায়াত করা অত্যন্ত কঠিু। ট্যুর অপারেটর সংস্থাগুলিও দক্ষিণ ও পশ্চিম সিকিমে ভ্রমণে উৎসাহ দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং বেশি পর্যটক টানতে উত্তর সিকিমে চালু করা হয়েছে শূন্যে ডানা মেলে তুষারাবৃত পাহাড়ের সৌন্দর্য উপভোগের জন্য প্যারাগ্লাইডিং।
উত্তর সিকিমে প্যারাগ্লাইডিং
উত্তর সিকিমের লাচুংয়ে সম্প্রতি প্যারাগ্লাইডিং চালু করা হয়েছে। যেখানে পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। লাচুংয়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ওপর থেকে প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা পাওয়া যাবে। এই নতুন অ্যাডভেঞ্চার কার্যক্রম সিকিমের পর্যটনকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
উত্তর সিকিমে প্যারাগ্লাইডিং সম্পর্কে বিস্তারিত জেনে নিন
উত্তর সিকিমের লাচুং অঞ্চলে এই কার্যক্রম চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হল পর্যটকদের আকর্ষণ করা এবং উত্তর সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ তৈরি করা। এর বিশেষত্ব হল বরফঢাকা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখার সুযোগ। একটি সংস্থা এই প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা করছে। যোগাযোগ ও বুকিংয়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য সিকিম পর্যটন বিভাগের ওয়েবসাইট এবং অন্যান্য পর্যটন পোর্টালগুলি দেখা যেতে পারে। উত্তর সিকিমের মতো একটি পর্যটকদের জন্য নতুন স্থানে প্যারাগ্লাইডিং চালু হওয়ায় এখানকার পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে। এটি সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যকে অন্যভাবে দেখার সুযোগ করে দেবে। দেশের বিভিন্ন রাজ্যে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। উত্তরবঙ্গে বেড়াতে গেলে অনেক পর্যটকই কালিম্পংয়ে গিয়ে প্যারাগ্লাইডিং করেন। এবার পশ্চিমবঙ্গ বা দেশের অন্যান্য প্রান্ত এবং বিদেশ থেকে যে পর্যটকরা উত্তর সিকিমে বেড়াতে যাবেন, তাঁরা প্যারাগ্লাইডিং করতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

