Indian Citizenship Proof: আধার কার্ড নয়, ভারতের নাগরিকত্ব প্রমাণে থাকতে হবে এই তিন ডকুুমেন্টস, রইল তালিকা

Published : Jul 14, 2025, 10:34 AM IST

Indian Citizenship Application: আধার কার্ড থাকলেই আর নন ভারতীয়। নিজেকে এই দেশের বাসিন্দা প্রমাণ করতে হলে এই ডকুমেন্টসগুলি থাকা একান্ত জরুরি। জানুন বিশদে। রইল সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
ভারতীয় পাসপোর্ট

পাসপোর্ট সাধারণত অন্য দেশে ভ্রমণের জন্য বৈধ নথিপত্র হিসেবে বিবেচিত হলেও এটি ভারতীয় নাগরিকদের কাছে একটি বৈধ প্রমাণও বটে। কারণ ভিন দেশে ঘুরতে গেলে ভারতীয় নাগরিক হিসেবে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক একটি ডকুমেন্টস। আর এটাই ভারতের নাগরিকত্বের অন্যতম প্রমাণ। 

25
জন্ম শংসাপত্র

আপনি যে ভারতের একজন স্থায়ী বাসিন্দা এবং বৈধ নাগরিক তার জন্য আপনার জন্মের বৈধ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এটি হল নাগরিকত্বের অন্যতম বড় প্রমাণ পত্র। কারণ, এতে ব্যক্তির নাম, ঠিকানা, জন্মের সমস্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। 

35
ভোটার কার্ড

১৮ বছর বয়সী যেকোনও ভারতীয় নাগরিকের ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। একজন ভারতীয় নাগরিক ভারতের নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই আইডি কার্ডের মাধ্যমে। কারণ এই কার্ড থাকলে ভারতীয় সংবিধান অনুযায়ী তারা ভোট দেওয়ার অধিকারী হন। 

45
আধার কেন নাগরিকত্বের পরিচয় নই?

জানা গিয়েছে, বিহারের ভোটের তালিকা মামলায় সাম্প্রতিক শুনানিতে ভারতীয় নির্বাচন কমিশন কোর্টে যুক্তি দিয়েছে যে, আধার কার্ড ভারতীয় নাগরিকত্ব প্রমাণের  বৈধ নথি হতে পারে না। তারা কেন্দ্রীয় সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করছেন। যদিও আধার কার্ড ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। বেশিরভাগ সরকারি কাজে এই নথিটি গ্রহণযোগ্য।

55
আধার কেবলমাত্র পরিচয়ের প্রমাণ পত্র

কেন্দ্রীয় সরকারের মতে, আধার কার্ড কোনওভাবেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এটি কেবলমাত্র একটি পরিচয় পত্র। আর এই পার্থক্যটি গত ১০ জুলাই সুপ্রিম কোর্টের শুনানিতে বিহারের মামলা নিয়ে  তুলে ধরেছিল জাতীয় নির্বাচন কমিশন।  এবং EC শীর্ষ আদালতে জানিয়েছে যে, আধার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ যাচাই করতে পারে না। 

Read more Photos on
click me!

Recommended Stories