Liquor Price Hike: বর্ষায় সুরাপ্রেমিদের জন্য দুঃসংবাদ, রাজ্যে বাড়ছে মদের দাম
Liquor Price Hike: বর্ষায় সুরাপানে ইচ্ছায় মাথায় হাত দেওয়ার জোগাড়। কারণ, দাম শুনলে এই বর্ষায় আর মনের সুখে গলা ভেজাতে মন চাইবে না। হু-হু করে বাড়ছে রঙিন এই পানীয়ের দাম। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আকাশছোঁয়া মদের দাম
রাজ্য সরকারের তরফে পরর্রায় একযুগেরও বেশি সময় পরে কার্যকর করা হল এক্সাইজ ডিউটি। যারফলে খুচরো বাজারে বাড়ছে মদের দাম। ভারতীয় বাজারের মদের উপর বাড়ানো হল প্রায় ৫০ শতাংশ এক্সাইজ ডিউটি। এককথায় এতটা এক্সাইজ ডিউটি বাড়ানোর ফলে সাধারণ মানুষ বা সুরাপ্রেমিদের নাগালের বাইরে হবে মদের দাম।
খুচরো বাজারে মদের দাম বৃদ্ধি
এক্সাইজ ডিউটি বাড়িয়ে দেওয়ার ফলে খুচরো বাজারেও মদের দাম বৃদ্ধি পেয়েছে। প্রায় ৬০ শতাংশ হারে মদের দাম বৃদ্ধি পেয়েছে। দেশি মদে এক্সাইজ ডিউটি বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ। এবং আমদানিকৃত প্রিমিয়াম মদে এক্সাইজ ডিউটি বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ।
বাড়ছে না বিয়ারের দাম
জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে বিয়ার এবং ওয়াইনের উপর কোনও বাড়তি কর চাপানো হয়নি। গত ১৪ বছরে এই প্রথম এতটা পরিমাণ বাড়ল মদের দাম।
কোন রাজ্যে বাড়ল মদের দাম
মহারাষ্ট্র সরকারের তরফে মঙ্গলবার সে রাজ্যে মদের ওপর বাড়ানো হয়েছে এক্সাইজ ডিউটি। এরফলে ১৫ জুলাই মঙ্গলবার থেকে বাড়ছে মদের দাম। হঠাৎ করে এতপরিমাণ কর চাপানোয় এবার ঘটিবাটি বেচে মদ কিনতে হবে বলে জানাচ্ছেন সুরাপ্রেমিরা।
হঠাৎ কেন এই করবৃদ্ধি
এই বিষয়ে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে যে, হঠাৎ করে রাজকোষে টান পড়ায় এই কর বৃদ্ধির সিদ্ধান্ত। শুধু তাই নয়, ২০২৫-২০২৬ অর্থবর্ষে রাজ্যের মোট আয়ের বেশিরভাগটা মদ বিক্রির উপর নির্ভর করবে বলে মনে করছে সরকার।
বর্তমানে কতগুন কর বাড়ল
রাজ্য এক্সাইজ দফতর সূত্রে খবর, আগে যেখানে মদের উপর তিনগুণ কর বসত, এখন তা বেড়ে সাড়ে চার গুণ হবে। নতুন এই কর ব্যবস্থায় ১৮০ মিলি IMFL-এর দাম ১৫০ টাকা থেকে বেড়ে হবে ২০৫ টাকা। প্রিমিয়াম বোতলের ক্ষেত্রে একই বোতলের দাম বেড়ে হবে ৩৬০ টাকা। আগে যা ছিলো ২১০ টাকা থেকে ৩৩০ এর মধ্যে।
মদের জন্য চালু নতুন ক্যাটাগরি
এরফলে মহা সরকারের তরফে একটি নতুন ক্যাটাগরি চালু করা হয়েছে। মহারাষ্ট্র মেড লিকার। অর্থাৎ এটি হল শস্যভিত্তিক মদ। যার দাম রাখা হয়েছে ১৪৮ টাকা। সরকারের যুক্তি এই নতুন ক্যাটাগরি চালুর ফলে রাজ্যে বন্ধ থাকা অন্তত ৭০টি মদের দোকান পুনরায় খোলা যাবে।
এক্সাইজ ডিউটির বাইরে কোন মদ?
সরকারি সূত্রে খবর, এই শস্যভিত্তিক মদকে রাখা হয়েছে এক্সাইজ ডিউটির বাইরে। এরফলে ১৮০ মিলি বোতলের দাম ধরা হয়েছে ১৪৮ টাকা। এবং এই ক্যাটাগরির মাধ্যমে পুনর্জীবিত করা হচ্ছে রাজ্যে বন্ধ থাকা ৭০টি মদের কারখানাকে। কারণ, এই ৭০টি কারখানার মধ্যে ২২টি একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। বাকিগুলি লাইসেন্স নবীকরণ করেই চলছে।

