সরকারি কর্মীদের জন্য সুখবর, আসছে সপ্তাহে ৪ দিন অফিস এবং ৩ দিন ছুটির বিল। শুধু শনি আর রবি নয়, আরও ১ দিন করে অতিরিক্ত ছুটি পাবেন সরকারি কর্মীরা! অফিস যেতে হবে মোটে ৪দিন, দুর্দান্ত ঘোষণা কেন্দ্রের
তবে এর জন্য আর দিনে ৮ ঘণ্টা কাজের সময় সীমাবদ্ধ থাকবে না। কাজের সময় বেড়ে যাবে আরও কিছুটা।
57
দিনে ১১ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতে পারে এই ৪ দিন। ফলে রোজ আরও অতিরিক্ত ২ ঘণ্টা কাজ করতে হতে পারে সরকারি কর্মীদের। এর ফলে আরও একদিন অতিরিক্ত ছুটি পেলেও কাজের সময় একই থাকছে।
67
ফলে নিশ্চিন্তে ৪ দিন অফিস করে বাকি ৩ দিন ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা। তবে বাকি দুটি ছুটি শনি ও রবিবার হলেও বাড়তি একদিনের ছুটি রোস্টারের মাধ্যমে নেওয়া হতে পারে।
77
তবে এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফ থেকে। এই বিল নিয়েও রয়েছে প্রচুর ধোঁয়াশা।