শুধু শনি আর রবি নয়, আরও ১ দিন করে অতিরিক্ত ছুটি পাবেন সরকারি কর্মীরা! অফিস যেতে হবে মোটে ৪দিন, দুর্দান্ত ঘোষণা কেন্দ্রের

Published : Jun 19, 2025, 03:16 PM IST

সরকারি কর্মীদের জন্য সুখবর, আসছে সপ্তাহে ৪ দিন অফিস এবং ৩ দিন ছুটির বিল। শুধু শনি আর রবি নয়, আরও ১ দিন করে অতিরিক্ত ছুটি পাবেন সরকারি কর্মীরা! অফিস যেতে হবে মোটে ৪দিন, দুর্দান্ত ঘোষণা কেন্দ্রের

PREV
17

এবার সপ্তাহে অফিস যেতে হবে মোটে ৪ দিন। মোট ৩ দিন করে ছুটি থাকবে অফিস! দুর্দান্ত সুখবর সমস্ত সরকারি কর্মীদের জন্য।

27

বহুদিন ধরেই এমন বিল আসার কথা হচ্ছিল। এই বিলের সাহায্যেই সপ্তাহে ৪ দিন অফিস আর ৩ দিন ছুটি পাওয়ার কথা চলছিল।

47

তবে এর জন্য আর দিনে ৮ ঘণ্টা কাজের সময় সীমাবদ্ধ থাকবে না। কাজের সময় বেড়ে যাবে আরও কিছুটা।

57

দিনে ১১ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতে পারে এই ৪ দিন। ফলে রোজ আরও অতিরিক্ত ২ ঘণ্টা কাজ করতে হতে পারে সরকারি কর্মীদের। এর ফলে আরও একদিন অতিরিক্ত ছুটি পেলেও কাজের সময় একই থাকছে।

67

ফলে নিশ্চিন্তে ৪ দিন অফিস করে বাকি ৩ দিন ছুটি নিতে পারবেন সরকারি কর্মীরা। তবে বাকি দুটি ছুটি শনি ও রবিবার হলেও বাড়তি একদিনের ছুটি রোস্টারের মাধ্যমে নেওয়া হতে পারে। 

77

তবে এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফ থেকে। এই বিল নিয়েও রয়েছে প্রচুর ধোঁয়াশা।

Read more Photos on
click me!

Recommended Stories