মদ কিনলেই নিতে হবে বিল, অতিরিক্ত দাম নেওয়া ঠেকাতে নিয়ম চালু রাজ্যে

এবার থেকে প্রতি মদের বোতলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা। এমনই নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার। 

সুরাপ্রেমীদের জন্য সুখবর। এবার থেকে প্রতি মদের বোতলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা (overcharge for liquor)। এমনই নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার। এমনিতেই মদের বোতল পিছু দোকানীরা (shopkeepers) অতিরিক্ত টাকা নেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের। জানা গিয়েছে এবার থেকে মদ বিক্রি করলে, সেই বিক্রেতাকে বিল দিতে হবে। এর ফলে বোতল পিছু অতিরিক্ত টাকা নিতে পারবে না সেই বিক্রেতা। 

মধ্যপ্রদেশ সরকারের হিসেব অনুযায়ী, রাজ্যে ৩৩০০টিরও বেশি মদের দোকান রয়েছে। পয়লা সেপ্টেম্বর থেকে দেশীয় এবং বিদেশী মদের প্রতিটি ক্রয়ে মানুষকে নগদ রসিদ দেওয়া বাধ্যতামূলক হবে। যারা তা করতে পারবেন না, তাদের বিরুদ্ধে আবগারি আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Latest Videos

দোকানদারদের জাল রসিদ দেওয়া থেকে আটকাতে, রাজ্য সরকার একটি সার্টিফায়েড বিল দেবে, যা জেলা আবগারি অফিস থেকে সংগ্রহ করা যাবে। সমস্ত দোকানদার এই রসিদগুলির নিচে একটি কার্বন কপি রাখবে এবং যারা মদ কিনবে তাদের মূল রসিদ দেবে। প্রতি বছর পয়লা মার্চ পর্যন্ত এই বিলগুলির কার্বন কপি তাদের রেখে দিতে হবে। 

সরকারের এই উদ্যোগকে মদপ্রেমীরা স্বাগত জানিয়েছে। মানুষ বলছে, আবগারি দফতরের এই সিদ্ধান্ত দোকানদারদের স্বেচ্ছাচারিতা বন্ধ করবে। এর পাশাপাশি রাজ্যে মদের দামে অভিন্নতা থাকবে এবং জালিয়াতি বন্ধ হবে। লোকেরা বলছে যে সরকারকেও এই দোকানগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করা উচিত।

অভিযোগ, মদের দোকানদাররা প্রায়ই কোন কারণ ছাড়াই বোতলে লেখা এমআরপির চেয়ে ১০-২০ টাকা অতিরিক্ত নেয়। মধ্যপ্রদেশ সহ সমস্ত রাজ্যে এই ধরণের অভিযোগ সাধারণ। সম্প্রতি, মধ্যপ্রদেশে নকল মদ খাওয়ার কারণে বহু লোকের মৃত্যু হয়েছে। সরকার তদন্তের জন্য রাজৌরা কমিটি গঠন করেছিল। এই কমিটি মদের প্রতিটি বোতল বিক্রির নগদ রসিদ দেওয়ার সুপারিশ করেছিল।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh