সংসদে এনআরসি-র সলতে পাকানো শুরু করলেন অমিত শাহ, ভরসা দিলেন মুসলিমদেরও

  • সোমবার থেকে চলছে সংসদের শীতকালীন অধিবেশন
  • এই অধিবেশনেই আসতে চলেছে জাতীয় নাগরিকপঞ্জী সংশোধনী বিল
  • মঙ্গলবার থেকেই তার সলতে পাকানো শুরু করলেন অমিত শাহ
  • স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন কোনও ধর্মের মানুষেরই এতে ভয় পাওয়ার কিছু নেই

 

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিলটি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, তা হল জাতীয়  নাগরিকপঞ্জী বা এনআরসি সংশোধনী বিল, ২০১৯। অসমের পর দেশের সর্বত্রই নাগরিকপঞ্জী তৈরি করতে চাইছে মোদী সরকার। আর সেই বিলের সলতে পাকানো শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার, রাজ্যসভায় আরও একবার অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন সারা দেশেই নাগরিকপঞ্জী তৈরি করা হবে। এর আগে বারবার অমিত শাহ বলেছেন ভারতের প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম সম্প্রদায়ের শরনার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এর আগের জাতীয় নাগরিকপঞ্জী বিলের সংশোধনী আনা হচ্ছে। রাজ্যসসভায় কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম সহ কোনও সম্প্রদায়ের মানুষেরই এতে ভয় পাওযার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন।

Latest Videos

গত ৩১ অগাস্ট অসমে চূড়ান্ত নাগরিকপঞ্জী প্রকাশ করা হয়েছে। তাতে নাগরিকত্বের আবেদন করা ১৯ লক্ষ মানুষের নাম বাদদ পড়েছে। অমিত শাহ জানিয়েছেন, এই এনআরসি তালিকাছুটদেরও নাগরিকত্ব প্রমাণের ষথেষ্ট সুযোগ দেওয়া হবে। তাঁরা আপাতত তহসিল পর্যায়ে গঠিত ফরেন ট্রাইবুনালগুলিতে আবেদন করতে পারেন। এমনকী যাদের আবেদন করার ক্ষেত্রে আর্থিক সমস্যা রয়েছে, অসম রাজ্য সরকার তাদের আর্থিক সহায়তাও করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে তাদের আইনি সহায়তার খরচাপাতিও সরকার থেকেই বহন করা হবে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র