সাহসী পদক্ষেপ, ১৮০০০ ফিট উচ্চতায় তেরঙ্গা তুলে রাজকোটের 'গর্ব' ধবল

Published : Nov 20, 2019, 11:00 AM ISTUpdated : Jan 28, 2020, 05:13 PM IST
সাহসী পদক্ষেপ, ১৮০০০ ফিট উচ্চতায় তেরঙ্গা তুলে রাজকোটের 'গর্ব' ধবল

সংক্ষিপ্ত

রাজকোটের গর্ব ধবল সাদরিয়া রথোঙ্গে-কাবর ডোমে পর্বতমালার একটি শিখরে ১৮,০০০ ফিট উচ্চতায় পৌঁছলেন তিনি এই উচ্চতাতে তেরঙ্গা তোলেন ধবল আগামিদিনে মাউন্ট এভারেস্ট জয় করার ইচ্ছে রয়েছে তাঁর

ইচ্ছের কাছে সব বাধাই যে মাথা নত করে তা ফের প্রমাণ করে দিলেন রাজকোটের যুবক ধবল সাদরিয়া। হিমালয়ে ১৮ হাজার ফিট উচ্চতাতে তেরঙ্গা তুললেন তিনি। উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে ট্রেনিং শুরু করেন ধবল। সেখান থেকেই ধীরে ধীরে তা কার্যত নেশায় পরিণত হয় তাঁর কাছে। অন্য ধরণের কিছু করার নেশায় পর্বতারোহণের খুঁটিনাটি বিষয় জানতে শুরু করেন তিনি। নিতে থাকেন প্রশিক্ষণও। 

সিয়াচেনে তুষারঝড় প্রাণ কাড়ল চার জওয়ানের, হত ২ কুলি

কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে ১৫,৮০০ ফিট উচ্চতায় থাকা অ্যাডভান্স বেস ক্যাম্পে তিনি তাঁর প্রশিক্ষণ সম্পূর্ণ করেন। এই প্রশিক্ষণের সময় ধবল ৬ হাজার মিটার উচ্চতায় থাকা রথোঙ্গে-কাবর ডোমে পর্বতমালার একটি শিখরে ১৮,০০০ ফিট উচ্চতায় তেরঙ্গা তোলেন তিনি। আর তাঁর এই কাজের সঙ্গে সঙ্গেই রাজকোটের মাথায় নতুন পালক যুক্ত হল। 

তুষারস্নাত হিমাচল, চলছে রাস্তা পরিষ্কারের কাজ, দেখুন সেই ভিডিও

দৈনিক ভাস্কর সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর থেকে আরও জানা যায়, পর্বতারোহী ধবল চলতি বছরের অক্টোবর-নভেম্বরে দার্জিলিংয়ের প্রথম পর্বতারোহণ সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ারিং থেকে অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করেন। আগামিদিনে মাউন্ট এভারেস্ট জয় করার ইচ্ছে রয়েছে রাজকোটের যুবক ধবল সাদরিয়ার। 

ভারতীয় সেনার জন্য 'আয়রনম্যান স্যুট', জুগারু প্রযুক্তির বিস্ময় 'গরীবের স্টার্ক'

নিচে রইল ধবল সাদরিয়ার ফেসবুক পোস্ট টি-

 

PREV
click me!

Recommended Stories

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে খেললেন মেসিরা, কলকাতাকে টেক্কা দিল হায়দরাবাদ
১৫ ডিসেম্বর শেষ দিন! এই কাজ না করলে গুনতে হবে জরিমানা, বিজ্ঞপ্তি জারি আয়কর বিভাগের