আরজিকরের ছায়া উত্তরাখণ্ডেও ! নার্সকে অপহরণ করে খুনও ধর্ষণ, প্রমান লোপাটের জন্য মাথা থেঁতলে দিল দুষ্কৃতী

Published : Aug 16, 2024, 09:35 AM ISTUpdated : Aug 16, 2024, 09:36 AM IST
bareilly rape case

সংক্ষিপ্ত

উত্তরাখণ্ডেও আরজিকরের ছায়া! নার্সকে অপহরণ করে খুনও ধর্ষণ, প্রমান লোপাটের জন্য মাথা থেঁতলে দিল দুষ্কৃতী

আরজিকরের ছায়া এখন উত্তরাখণ্ডেও। রাস্তা থেকে নার্সকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উধম সিং নগরে। ইতিমধ্যেই এক অভিযুক্তকে উত্তর প্রদেশের বেরলি থেকে গ্রেফতার করা হয়েছে।

উত্তরপ্রদেশের রামপুর থেকেই দেহ মিলেছে নার্সের। প্রমাণ লোপাটের জন্য নার্সের মাথা থেঁতলে দেয় অভিযুক্ত। পরে জঙ্গলে রাস্তায় দেহ ফেলে দিয়ে চলে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসের ৩০ তারিখ থেকে নিখোঁজ ছিলেন ওই নার্স। পরে পুলিশে নিখোঁজের ডায়েরি করেন তাঁর দিদি। এরপর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ। যার থেকেই উদ্ধার করা হয় দেহ।

অনেক চেষ্টার পরে শেষমেশ এক অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে বেরেলি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত পেশায় দিন মজুর বলে জানা গিয়েছে।

এই অপরাধে ধৃতের সঙ্গে আরও কেউ যুক্ত ছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। কোনও গোপন জায়গায় আটকে রেখে ধর্ষণ করে খুন করা হয় কিশোরীকেই বলে মনে করছে পুলিশ।

আরজিকর কাণ্ড নিয়ে এমনিতেই তোলপাড় পশ্চিমবঙ্গ। তাড়াতাড়ি যাতে দোষীরা ধরা পড়ে তাই নিয়ে সরব গোটা রাজ্য তথা দেশ। গত ৮ অগাস্ট নৃসংশ ভাবে ধর্ষণ করে খুন করা হয় তরুণীকে। এরপর থেকেই তুমুল বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। তার মধ্যেই উত্তরপ্রদেশের এই ঘটনা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল দেশ জুড়ে।

 

PREV
click me!

Recommended Stories

সংসদে 'SIR' নিয়ে বিরোধীদের কড়া জবাব, বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
কবে থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন? রিপোর্ট নিয়ে সামনে এল বড় তথ্য