হেমা মালিনীর সঙ্গে এক সারিতে,মোদী সরকারের নতুন কমিটিতে নুসরত জাহান

  • মোদী সরকারের নতুন কমিটিতে  নুসরত জাহান
  • হেমা মালিনীর পাশে একই কমিটিতে দেখা যাবে অভিনেত্রী সাংসদকে
  • সম্প্রতি  সেই ঘোষণা করেছে তথ্য সম্প্রচার মন্ত্রক
  • নতুন কমিটির চেয়ারম্য়ান পদে রয়েছেন প্রকাশ জাভরেকর
     

Asianet News Bangla | Published : Nov 23, 2019 6:58 PM IST

মোদী সরকারের নতুন কমিটিতে স্থান পেলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। আগামী দিনে হেমা মালিনীর পাশে একই কমিটিতে দেখা যাবে বাংলার এই অভিনেত্রী সাংসদকে। সম্প্রতি  সেই ঘোষণা করেছে তথ্য সম্প্রচার মন্ত্রক।

ভেদাভেদ ভুলে একই কমিটিতে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পারমর্শদাতার কমিটিতে জায়গা পেলেন বাংলার সাংসদ নুসরত জাহান। ১৫ জনের এই কমিটিতে নুসরত ছাড়াও হেমা মালিনী, মনোজ তিওয়ারিরাাও রয়েছেন । কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী  প্রকাশ জাভরেকরের নেতৃত্বে চলবে এই কমিটি। অতীতে দেশের তথ্য সম্প্রচার মন্ত্রকের মাধ্য়মে বিরোধী আওয়াজ বন্ধ করার অভিযোগ উঠেছে। বার বার বলা হয়েছে, দেশের মিডিয়ার কণ্ঠ রোধ করছে মোদী সরকার। বিজেপির  বিরুদ্ধে খোদ এই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজনৈতিক মহলের ধারণা, নুসরত জাহান রুহিকে কমিটিতে এনে মাস্টার স্ট্রোক দিয়েছে সরকার। পরবর্তীকালে কমিটিতে নুসরত থাকায় মোদী সরকারের বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগ করতে পারবে না তৃণমূল। সরকার কোনও বিতর্কিত  সিদ্ধান্ত নিলে বক্তব্য রাখার সুযোগ থাকবে বিরোধীদের। এমনকী সাংসদরা কোনও ধরনের পরামর্শ দিলে তা নিয়েও নতুন কমিটিতে ভাবনা চিন্তা হবে। রাজধানীর কারবারীদের ধারণা, বেছে বেছে বাংলা থেকে সংখ্যালঘু মুখ হিসাবে নুসরতকে নেওয়া হয়েছে। বিজেপি মুসলিম বিরোধী তকমা ঘোচাতে বার বার এই অস্ত্র ব্য়বহার করছে মোদী সরকার।  নুসরতকে কমিটিতে নিয়ে আবারও সেই অস্ত্রে শান দিল বিজেপি।   

Share this article
click me!