জগন্নাথ মন্দিরের দেয়ালে ফাটল! আতঙ্কে ঘুম উড়ল সেবায়েতদের, ওড়িশা সরকার মেরামতের তোড়জোড় শুরু করছে

Published : Nov 04, 2024, 10:50 AM ISTUpdated : Nov 04, 2024, 10:57 AM IST
puri Jagannath temple

সংক্ষিপ্ত

পুরীর জগন্নাথ মন্দিরের দেয়ালে ফাটল দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়েছে। নোংরা জল পড়ে দেয়ালে শ্যাওলা জমছে। মেরামতির জন্য ASI-র সাহায্য চাওয়া হয়েছে।

ওড়িশার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পুরী জগন্নাথ মন্দিরের ফাটল মেরামত করা হবে বলে জানিয়েছে ওড়িশা সরকার। এই জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য চেয়েছে। মন্দিরে ফাটল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেবাদাররা। মন্দিরের দেয়াল থেকে নোংরা জল পড়ছে। এই নোংরা জল আনন্দবাজার থেকে আসছে এবং ফাটল দিয়ে নোংরা জল পড়ছে।

সেবাদাররা জানান, নোংরা জলের ফলে মন্দিরের দেয়ালের কিছু অংশে শ্যাওলার দাগ দেখা যাচ্ছে। এসজেটিএ আরবিন্দ পাধি বলেন, মেঘনাদ পাচেরিকে নিয়ে আমরা খুব চিন্তিত। তিনি জানিয়েছেন যে এটি এএসআই কে দিয়ে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে এসজেটিএর কারিগরি দলও উপস্থিত ছিল। তিনি বলেন, আমরা আশা করছি এএসআই দিয়ে শিগগিরই মন্দিরের মেরামত সম্পন্ন হবে।

এই মন্দিরটি ১২ শতকে নির্মিত হয়েছিল

পুরীর জগন্নাথ মন্দির দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। জগন্নাথ মন্দির প্রশাসন এর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনও। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত মেরামতের কাজ শুরু করার কথা বলেন তিনি। যাতে কোনও ধরনের সমস্যা না হয়।

প্রাক্তন বিজেডি সরকার মন্দির চত্বরের আশেপাশের এলাকা ভাঙচুর করেছিল। এর কারণে মন্দিরে ফাটল দেখা দিয়েছে। অতীতের ভুলগুলো যত তাড়াতাড়ি সম্ভব শোধরাতে হবে। মন্দিরে নোংরা জল পড়ছে। দেয়ালে ফাটল থেকে নোংরা জল পড়ার কারণে দেয়ালেও শ্যাওলা দেখা দিতে শুরু করেছে। এ জন্য এএসআই দলের মাধ্যমে শিগগিরই ফাটল মেরামত করা হবে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের