শিবসেনার পথেই কী এবার হাঁটতে চলেছে শিরোমণি অকালি দল, এনডিএ-তে কিন্তু স্পষ্ট হচ্ছে ভাঙনের আশঙ্কা

Published : Sep 18, 2020, 09:34 AM IST
শিবসেনার পথেই কী এবার হাঁটতে চলেছে শিরোমণি অকালি দল, এনডিএ-তে কিন্তু স্পষ্ট হচ্ছে ভাঙনের আশঙ্কা

সংক্ষিপ্ত

শিরোমণি অকালি দল-বিজেপি সম্পর্কে চিড় মন্ত্রিত্ব ছাড়লেন হরসিমরত কৌর বাদল সঙ্গ ছাড়ার হুমকি দিলেন সুখবীর সিং বাদল পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কা পদ্ম শিবিরে

এনডিএর আকাশে কালো মেঘ। শিরোমণি অকালি দলের সঙ্গে বিজেপির সম্পর্কে কার্যত চিড় ধরেছে। লোকসভায় শরিক দলের কাছেই চাপে পড়তে হয়েছে  মোদী সরকারকে। তিনটি কৃষি সংক্রান্ত বিলের বিরোধিতা জানিয়ে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন  কেন্দ্রীয় খাদ্য় প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল। 

শিরোমণি অকালি দল এবার এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিল।  বিজেপি-র সবথেকে পুরনো শরিক এই শিরোমণি অকালি দল৷ বৃহস্পতিবারই নতুন তিনটি কৃষি বিলের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শিরোমণি অকালি দলের হরসিমরত কউর বাদল৷ তাঁর স্বামী এবং দলের প্রধান সুখবীর সিং বাদল তার পরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অকালি দল ভবিষ্যতে এনডিএ-তে থাকবে কি না, তা তাঁরা ভেবে দেখছেন৷ 

 শিরোমণি অকালি দল এনডিএ ছেড়ে বেরিয়ে গেলে সাম্প্রতিক কালে শিবসেনার পর আরও এক পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে বিজেপি-র৷  শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের দাবি, 'কৃষক বিরোধী এই তিনটি বিল পাশ করাতে প্রথম যে দিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্ডিন্যান্স আনা হয়, তখন থেকে তার বিরোধিতা করে এসেছেন হরসিমরত কউর বাদল৷ পাঞ্জাবের মানুষ এই বিলগুলি নিয়ে চিন্তিত বলেও কেন্দ্রকে জানিয়েছিলেন হরসিমরত৷ বিল পাশের আগে কৃষকদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছিলেন তিনি৷ কিন্তু সেসব পরামর্শ উপেক্ষা করেই বিল পাশ করানো হয়েছে সংসদে৷'

এদিকে ইস্তফা দেওয়ার পর ট্যুইট করে হরসিমরত জানিয়েছেন, কৃষি বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। মেয়ে-বোন হিসেবে কৃষকদের পাশে দাঁড়িয়ে গর্বিত।

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি