Supreme Court News: র‌্যাঙ্ক জাম্প করে চাকরি, নতুন করে SSC পরীক্ষায় কারা বসতে পারবেন? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Published : May 23, 2025, 04:51 PM ISTUpdated : May 23, 2025, 04:52 PM IST
Supreme Court

সংক্ষিপ্ত

Supreme Court On SSC Jobless Teachers: ধাক্কার পর ধাক্কা। নতুন করে চাকরির পরীক্ষায় বসতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সেই মামলার শুনানিতে কড়া নির্দেশ শীর্ষ আদালতের। 

Supreme Court On SSC Jobless Teachers: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা চাকরিহারা শিক্ষকদের একাংশের। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল যে, SSC-তে র‌্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় বসতে পারবেন না। এবার যাঁদের উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে, তাঁরাও এসএসসি-এর নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। বসতে পারবেন না পরীক্ষায়। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court News)।

জানা গিয়েছে, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিহারা শিক্ষকদের একাংশ নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় বসতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। শুক্রবার তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চ। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিলেন, তাতে হস্তক্ষেপ করা হবে না।  যারফলে উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না চাকরিহারা এইসব শিক্ষকরা। তাঁরা বেতনও পাবেন না। শুক্রবার এই মর্মে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

জানা গিয়েছে, ২০১৬ সালের SSC-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে গত ৩ এপ্রিল গোটা প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। তাতে চাকরি চলে গিয়েছিল শিক্ষক-অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় ২৫ হাজার ৭৫৩ জনের। একই সঙ্গে সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল, আগামী ৩১ মে-এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবং যাঁরা ইতিমধ্যেই অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন, তাঁদের বেতন ফেরত দিতে হবে এবং তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, যাঁদেরকে যোগ্য-অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, তাঁরা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন।

এই বিষয়ে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিহারা শিক্ষকদের একাংশ দাবি করেন, এই ‘দাগি অযোগ্য’দের তালিকায় তাঁরা পড়েন না। কারণ, তাঁরা সাদা খাতা জমা দিয়ে বা প্যানেল বহির্ভূত ভাবে বা র‌্যাঙ্ক জাম্প করে চাকরি পাননি। তাঁদের উত্তরপত্রে কিছু কারচুপির অভিযোগ উঠেছে। তাই আবার নতুন করে তাঁরা পরীক্ষা দিতে চান। নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না-হওয়া পর্যন্ত বেতনও চান এই শিক্ষকরা। এই দাবিতে তারা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শুক্রবার তাদের সেই আবেদন খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। এদিন শুনানিতে বিচারপতি মামলাকারীদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘’গত ৩ এপ্রিল এই আদালতে যে রায় দিয়েছিল তাতে হস্তক্ষেপ করা হবে না। রায় ঘোষণার এতদিন পরে আপনারা যোগ্য অযোগ্যের কথা কী ভাবে বলছেন?'' 

এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী মুকুল রোহিগি ও করুণা নন্দী আদালতে দাবি করে জানান, সুপ্রিম কোর্ট যাঁদের দাগি বা অযোগ্য বলে চিহ্নিত করেছিল, তাঁদের মধ্যে তিন ধরনের চাকরিপ্রাপক ছিলেন। ১- যাঁরা প্যানেল বহির্ভূত বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন। ২- যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন। ৩- যাঁরা র‌্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন। কিন্তু তাঁদের মক্কেলরা এই তিনটের কোনওটার মধ্যেই পড়েন না। এই তিন ধরনের চাকরিপ্রাপকের তালিকায় তাঁদের নাম নেই। যারফলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের অংশ নিতে দেওয়া হোক এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁদের বেতন দেওয়া হোক। যদিও এই যুক্তি খারিজ করে দিয়ে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য এবং ফিরদৌস শামিম সুপ্রিম কোর্টে জানান, উত্তরপত্রে কারচুপি করে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরাও অযোগ্য।

প্রসঙ্গত, একদিন আগেই র‌্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া চাকরি প্রার্থীদের এই একই আবেদন খারিজ করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং কেবি বিশ্বনাথনের এই বেঞ্চ। আদালত সেদিনও জানিয়েছিল, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছেন, তাতে কোনও ভুল নেই। তাই তাঁরা সেই নির্দেশে হস্তক্ষেপ করবেন না ‘র‌্যাঙ্ক জাম্প’ করে চাকরি পেলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে না। বসা যাবে না পরীক্ষায়। এ বার নবম-দশম, একাদশ-দ্বাদশের উত্তরপত্রে কারচুপির অভিযোগে ‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের আবেদনও একই ভাবে খারিজ করে দিলো দেশের সর্বোচ্চ আদালত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল