আবারও বেপরোয়া গাড়ি প্রাণ কেড়ে নিল ফুটপাতবাসীর প্রাণ। রাজপথে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য অসহায়ভাবে প্রাণ গেল এক ফুটপাতবাসীর।
ঘটনাটি দিল্লির। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, গতকাল দিল্লির হাজি নিজামউদ্দীন চত্ত্বরের কাছে নীলা গাম্বাড-এর কাছে ফুটপাতে ঘুমিয়েছিল কিছু ফুটপাথবাসী। অভিযোগ ৩৬ বছর বয়সী এক ব্যক্তি বেপরোয়াভাবে গাড়ি নিয়ে উঠে পড়ে ফুটপাতে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ফুটপাথবাসীর। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার জেরে গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার পর অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৮ এবং ৩০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত ক্রমাগত বাড়তে থাকা পথদুর্ঘটনা কমাতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হলেও দুর্ঘটনা ঘটেই চলেছে। এই ঘটনার প্রসঙ্গে বলিউড অভিনেতা সলমন খানের বিরুদ্ধে ওঠা এমনই এক অভিযোগের কথা বলতেই হয়। তাঁর বিরুদ্ধেও বেপড়োয়াভাবে গাড়ি চালিয়ে ফুটপাতবাসীকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছিল।