বেপরোয়া গাড়ি পিষে দিল ফুটপাতবাসীকে, গুরুতর আহত ৩ জন

  • বেপরোয়া গাড়ি পিষে দিল এক ফুটপাতবাসীকে
  • ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর
  • গুরুতর আহত হয়েছেন ৩ জন
  • ঘটনাটি ঘটেছে দিল্লিতে
Indrani Mukherjee | Published : Jun 22, 2019 4:58 AM IST / Updated: Jun 22 2019, 10:39 AM IST

আবারও বেপরোয়া গাড়ি প্রাণ কেড়ে নিল ফুটপাতবাসীর প্রাণ। রাজপথে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য অসহায়ভাবে প্রাণ গেল এক ফুটপাতবাসীর।

ঘটনাটি দিল্লির। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, গতকাল দিল্লির হাজি নিজামউদ্দীন চত্ত্বরের কাছে নীলা গাম্বাড-এর কাছে ফুটপাতে ঘুমিয়েছিল কিছু ফুটপাথবাসী। অভিযোগ ৩৬ বছর বয়সী এক ব্যক্তি বেপরোয়াভাবে গাড়ি নিয়ে উঠে পড়ে ফুটপাতে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ফুটপাথবাসীর। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার জেরে গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

Latest Videos

 

এই ঘটনার পর অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৮ এবং ৩০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

প্রসঙ্গত ক্রমাগত বাড়তে থাকা পথদুর্ঘটনা কমাতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হলেও দুর্ঘটনা ঘটেই চলেছে। এই ঘটনার প্রসঙ্গে বলিউড অভিনেতা সলমন খানের বিরুদ্ধে ওঠা এমনই এক অভিযোগের কথা বলতেই হয়। তাঁর বিরুদ্ধেও বেপড়োয়াভাবে গাড়ি চালিয়ে ফুটপাতবাসীকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছিল। 

Share this article
click me!

Latest Videos

২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |