Kashmir Terrorist Attack: সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত ভূস্বর্গ, খতম ১ জঙ্গি

নতুন করে ফের অশান্ত উপত্যকা (Jammu and Kashmir)। জম্মুতে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইতে উত্তপ্ত এলাকা। জানা গিয়েছে, কর্তব্যরত সেনাদের লক্ষ্য করে গুলি চলে। সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায়(Kupwara) নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুর

শ্রীনগর: নতুন করে ফের অশান্ত উপত্যকা (Jammu and Kashmir)। জম্মুতে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইতে উত্তপ্ত এলাকা। জানা গিয়েছে, কর্তব্যরত সেনাদের লক্ষ্য করে গুলি চলে। সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায়(Kupwara) নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনায় এখনও পর্যন্ত একজন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।

সূত্রের খবর, সোমবার কাশ্মীরের (kashmir News) কুপওয়ারায় সংঘর্ষ বাঁধে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে। কর্তব্যরত এক সেনাকে লক্ষ্য করে গুলিও চালায় তারা। এরপরই শুরু হয় পাল্টা গুলির লড়াই। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ জন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। তবে জঙ্গিদের ছোঁড়া গুলির আঘাতে গুরুতর জখম হয়েছেন এক পুলিশ আধিকারিক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Latest Videos

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনার কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল যে, জম্মু ও কাশ্মীরের(Jammu and Kashmir) উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছেন দুই জঙ্গি। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। তবে থেমে থাকেনি জওয়ানরা। তারাও চালায় পাল্টা গুলি। তারপরেই শুরু হয় দু’পক্ষে গুলির লড়াই। যদিও এই ঘটনায় একজন পুলিশ কর্তা আহত হয়েছেন বলে জানা গিয়েছে (One police personel injured)।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বারবার জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর। একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে ভূস্বর্গে। আর এই আবহেই সদ্য শেষ হয়েছে কাশ্মীরে বিধানসভা নির্বাচন (Kashmir Assembly election)। জঙ্গিদের খোঁজে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। আর এদিন সেই অভিযানে নেমেই সম্মুখ সমরে গুলি যুদ্ধ বাধে সেনা-জঙ্গির।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

Share this article
click me!

Latest Videos

বারুইপুরে স্পিকারের বিরুদ্ধে শুভেন্দুদের 'মহার‍্যালি', কেন? দেখুন | Suvendu Adhikari | BJP Protest
'গুজবের' জেরে জ্বলল নাগপুর! বিরাট অ্যাকশনে নামল পুলিশ | Nagpur Violence News Update | Maharastra
VIDEO দেখলে অবাক হবেন! পৃথিবীতে সুনীতাদের প্রথম স্বাগত জানাল একদল ডলফিন! | Sunita Williams | Dolphin
Suvendu Adhikari: মিডিয়াতে বাইট দেওয়ার সময় পুলিশি বাঁধা, তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী
বাউল মেলার আড়ালে জুয়ার আসর, নীরব পুলিশ! বীরনগর লালন মেলায় চাঞ্চল্য | Ranaghat | Nadia News