RG Kar Case Hearing: সিঙ্গেল বেঞ্চেই শোনা যাবে আরজি করের নির্যাতিতার পরিবারের আর্জি: সুপ্রিম কোর্ট

Published : Mar 17, 2025, 01:46 PM IST
The Supreme Court of India (Photo/ANI)

সংক্ষিপ্ত

নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে পারবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ (Calcutta High Court)। জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice Supreme Court)।আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে

নয়াদিল্লি: নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে পারবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ (Calcutta High Court)। জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice Supreme Court)।

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। এখনও অনেক রহস্য উদঘাটন হয়নি, সেই সমস্ত দিক সিবিআই তদন্ত করুক এবং এই মামলার শুনানি হাইকোর্টে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা ও মা। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়।

সূত্রের খবর, শুনানির শুরুতেই নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী আদালতে দাবি করেন, নির্যাতিতার পরিবার বিচার কক্ষে উপস্থিত রয়েছেন। এই ঘটনায় সিবিআই-কে(CBI) আরও তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট যেন দেয় (Calcutta High Court)। তার উত্তরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjiv Khanna) জানান, এই বিষয়ে তারা কোনও মন্তব্য করবেন না। তবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারে।

পরে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, নির্যাতিতার পরিবারের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আবেদন শুনতে পারে। নির্যাতিতার পরিবারের এই আবেদন শুনতে কলকাতা হাইকোর্টের কোনও অসুবিধা বা বাধা নেই বলেই জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

প্রসঙ্গত, মেয়ের বিচার পেতে রবিবারই রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছেন আরজি করের নিহত নির্যাতিতা তরুণী ডাক্তারের বাবা-মা। এর আগে আরজি কর মামলা নিয়ে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন নিহত তরুণীর মা-বাবা। CBI তদন্তে গাফিলতির প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। বদল করেছেন মামলার আইনজীবীও। সিবিআইয়ের নেতৃত্বে এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে, তার গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে নিম্ন আদালতে মামলা করেন আরজি করের নিহত তরুণীর বাবা-মা। নতুন করে যাতে তদন্ত শুরু করা যায়, সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান তাঁরা। আর সেই আবেদনে গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা একটি পিটিশন ফাইল করেন।

যদিও সেই সময় প্রায় আরজি কর মামলা নিয়ে দেড়মাস পর পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল শীর্ষ আদালত। অবশেষে এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্চের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিলো, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে পারবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

News Round-up: ফের এসআইআর-আতঙ্কে মৃত্যু থেকে বিহারে সরকার গঠন, সারাদিনের খবর এক ক্লিকে
শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের দাবি, ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে ঢাকা