Amarnath Yatra 2025: অনির্দিষ্ট কালের জন্য স্থগিত অমরনাথ যাত্রা! মৃত ১ পূণ্যার্থী, আহত আরও ৩

Published : Jul 17, 2025, 10:11 AM IST
amarnath yatra 2025

সংক্ষিপ্ত

Amarnath Yatra News: পূর্ণ্যার্থীর মৃত্যুতে ফের স্থগিত অমরনাথ যাত্রা। কতদিনের জন্য সাময়িক ভাবে বন্ধ রইল এই যাত্রা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Amarnath Yatra News: অমরনাথ যাত্রায় ফের বিপত্তি। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় অমরনাথ যাত্রার সময় বালতাল রুটে ভূমিধসে এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। সূত্রের খবর, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কর্তৃপক্ষের তরফে সাময়িকভাবে যাত্রা স্থগিত রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহার পথে বালতাল রুটে Z-মোড, আপার রেলপাথরীর কাছে ভয়াবহ ভূমিধসে বেশ কয়েকজন তীর্থযাত্রী ভেসে গিয়েছেন বলে খবর।

এদিকে দুর্ঘটনার পরই বালতাল বেস ক্যাম্প হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলে সেখানে এক মহিলাকে মৃত ঘোষণা করা হয়। মৃতার নাম সোনা ভাই। তিনি রাজস্থানের বাসিন্দা দারা রামের স্ত্রী বলে জানা গিয়েছে। অমরনাথ যাত্রার আয়োজনকারী কর্তৃপক্ষ জানিয়েছে যে, আজ জম্মু থেকে পবিত্র গুহার দিকে তীর্থযাত্রীদের কোনও নতুন দল যেতে দেওয়া হবে না। যাত্রা পথে ভূমিধস এবং ভারী বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করেই প্রতিবছরের মতোন এবছরও শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা। নানারকম প্রতিকূল পরিবেশকে সঙ্গী করেই প্রতি বছর অমরনাথ ধামে যাত্রা করেন পুণ্যার্থীরা। অমরনাথ তীর্থ বোর্ড সূত্রে জানা গিয়েছে, ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের কাজ। অমরনাথ তীর্থ বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হতে পারে, যা চলবে ৯ অগাস্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর দেশ বিদেশের প্রচুর ভক্তের ঢল নামে। 

জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় পূ্ণ্যার্থীদের অনলাইনে নাম নথিবদ্ধ করা বাধ্যতামূলক। এরজন্য ১৪ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশনের কাজ। জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় পূ্ণ্যার্থীদের অনলাইনে নাম নথিবদ্ধ করা বাধ্যতামূলক। অমরনাথ তীর্থ বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবছর অমরনাথ যাত্রায় মোট ১৫ হাজার পূ্ণ্যার্থীর নাম নথিভুক্ত করা হবে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!