১ জানুয়ারি ২০২৬ সাল থেকেই অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাওয়ার কথা। এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রইল বড় আপডেট যা সকলের শোনা দরকার। আর এই আপডেট হল DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত।
মার্চ মাস পড়ে গিয়েছে। আর মার্চ মাস মানেই হল দোল নিয়ে মাতামাতি করার একটা সময়।
210
এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রইল বড় আপডেট যা সকলের শোনা দরকার। আর এই আপডেট হল DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত।
310
কিন্তু সরকার কবে মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা করতে পারে সেটা নিয়ে জানা গেল। কেন্দ্রীয় সরকার ৫ মার্চ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে।
410
আগামী বুধবার মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা যদি বিগত বছরের রেকর্ডের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সরকার হোলির আগেই মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে।
510
এমন পরিস্থিতিতে, সরকার ৫ মার্চ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর সম্ভাবনা রয়েছে। হোলির আগে কর্মচারী এবং পেনশনভোগীরা সুখবর পাবেন।
610
উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের অধীনে, বছরে দুবার DA বৃদ্ধি করা হয়। প্রথম বৃদ্ধি ১ জানুয়ারি এবং দ্বিতীয়টি ১ জুলাই থেকে কার্যকর হবে। ২০২৫ সালের প্রথম বৃদ্ধি ১ জানুয়ারী, ২০২৫ থেকে কার্যকর হবে।
710
সরকার যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করতে পারে, তবে এটি ১ জানুয়ারী, ২০২৫ থেকে কার্যকর বলে বিবেচিত হবে।
810
হোলির আগে কর্মীদের জন্য সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। আশা করা হচ্ছে যে সরকার ডিএ ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করতে পারে। যদি এটি ঘটে, তাহলে প্রাথমিক স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে।
910
যেসব কর্মচারীর মূল বেতন প্রতি মাসে ১৮,০০০ টাকা, তাদের জন্য এটি প্রতি মাসে ৫৪০ টাকা থেকে ৭২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।
1010
যদি কোনও কর্মচারীর বেতন ৩০,০০০ টাকা হয় এবং তাদের মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে ৩% বৃদ্ধি পেলে, ডিএ বেড়ে ৯৫৪০ টাকা হবে, যার ফলে বেতন ৫৪০ টাকা বৃদ্ধি পাবে। যদি ৪ শতাংশ বৃদ্ধি হয়, তাহলে ডিএ ৯৭২০ টাকা হবে এবং বেতন ৭২০ টাকা বৃদ্ধি পাবে।