পাশে থাকবেন শুধু মহিলারা, ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে ভারত জোড়ো পদযাত্রায় অভিনব উদ্যোগ রাহুল গান্ধীর

Published : Nov 18, 2022, 12:29 AM IST
Bharat Jodo Yatra led by Rahul Gandhi in Maharashtra, see some pictures

সংক্ষিপ্ত

১৯ শে নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারত জোড়ো যাত্রার উভয় অধিবেশনেই কংগ্রেসের মহিলা কর্মীরা অংশ নেবেন । শুধুমাত্র কংগ্রেসের মহিলা নেত্রীদের নিয়ে পদযাত্রায় হাঁটার কথা ঘোষণার পর থেকেই, ফের খবরের শিরোনামে রাহুল গান্ধী। 

রাহুল গান্ধীর নেতৃত্বে 'ভারত জোড়ো' যাত্রা শুরু হবার পর থেকেই সেই যাত্রা বার বার এসেছে খবরের শিরোনামে। এবার ইন্দিরা গান্ধীর জন্মদিনের দিন অর্থাৎ ১৯ শে নভেম্বর শুধুমাত্র কংগ্রেসের মহিলা নেত্রীদের নিয়ে পদযাত্রায় হাঁটার কথা ঘোষণার পর থেকেই, ফের খবরের শিরোনামে রাহুল গান্ধী। দলের সিনিয়র নেতা জয়রাম রমেশ বৃহস্পতিবার ঘোষণা করেন যে ১৯ শে নভেম্বর ,ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারত জোড়ো যাত্রার উভয় অধিবেশনেই (প্রাক-মধ্যাহ্নভোজ এবং মধ্যাহ্নভোজ-পরবর্তী) কংগ্রেসের মহিলা কর্মীরা অংশ নেবেন । সেদিন মহারাষ্ট্র ও দেশের অন্যান্য প্রান্ত থেকেও কংগ্রেসের মহিলা প্রতিনিধিরা আসবেন ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে।

কংগ্রেস নেতা রমেশ এক সাংবাদিক বৈঠকে জানান ,'১৯ সে নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে, রাহুল গান্ধীর সঙ্গে শুধুমাত্র মহিলারা ভারত জোড়ো যাত্রায় হাঁটবেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য ভারত জোড়ো যাত্রা গত ৭ ই নভেম্বর মহারাষ্ট্রে প্রবেশ করেছিল। বর্তমানে সেটি মহারাষ্ট্রের মধ্যেই দিয়েই যাচ্ছে। বেশ কিছুদিন পর এটি প্রবেশ করবে রাজস্থানে। কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানে প্রবেশ করার পর রাহুল গান্ধীকে দেখে রাজস্থানের মানুষ কি প্রতিক্রিয়া দেবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

১৯১৭ সালের ১৯ শে নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন ইন্দিরা গান্ধী। উনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওনার পর ভারত আর কোনো মহিলা প্রধানমন্ত্রী পায়নি। ওনার জন্মদিনেই ভারত জোড়ো যাত্রা এক নতুন মাত্রা পাবে। আর সেই নিয়ে এখন থেকেই শুরু রাজনৈতিক চাপানউতোর।

বৃহস্পতিবার ভারত জোড়ো যাত্রা প্রবেশ করলো ৭১ তম দিনে। আগামী ২০ ই নভেম্বর এটি প্রবেশ করবে মধ্যপ্রদেশে।চলতি বছরের ৭ ই সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। জম্মু ও কাশ্মীরে গিয়ে শেষ হবে এটি। সমগ্র ভারতবর্ষকে একত্রে জোড়ার লক্ষ্যেই রাহুল গান্ধীর এমন পদক্ষেপ। তবে আগামী ১৯ শে নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন পালনের এই নয়া পদক্ষেপ নিঃসন্দেহে মন কাড়ছে দেশবাসীর।

আরও পড়ুন

ভারত শ্রীলঙ্কা টানাপোড়েনের মাশুল দিচ্ছেন তামিল জেলেরা, লঙ্কা সেনার হাতে আটক ও আহত একাধিক

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা মস্কো বৈঠকে , আলোচনায় ভারত পাকিস্তান চিন

মার্কিন সেনেটের দখল হাতছাড়া হলেও অ্যাডভানটেজ রিপাবলিকানদের, বাইডেনকে চাপা রাখার মধ্যে শক্তি তাদের দখলে

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র