অপারেশন গঙ্গার সাফল্য, যুদ্ধের ইউক্রেন থেকে দেশে ফিরল ১৮২ জন

এই বিমানটি ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে সোমবার বিকেলে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দিয়েছিলে। গত ২৭ ফিব্রুয়ারি থেকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে বুখারেস্ট থেকে মুম্বই বিমান চালান হচ্ছে। 

সফল হচ্ছে ভারতের গঙ্গা আপারেশন (Operation Ganga)। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আটকে পড়া ভারতীয়দের (Indian) উদ্ধার করে আরও একটি বিমান ভারতে ফিরল। মঙ্গলবার ভারতে ফিরিয়ে আনা হয় প্রায় ১৮২ জন পড়ুয়াকে। এয়ার ইন্ডিয়া (Air India) এক্সপ্রেসের ফ্লাইট ix-1202 বুখারেস্ত থেকে কুয়েত হয়ে মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিয়ে ভারতের পৌঁছায়। উদ্ধারকারীদের স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। 

বিমান সংস্থা সূত্রের খবর এই বিমানটি ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে সোমবার বিকেলে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দিয়েছিলে। গত ২৭ ফিব্রুয়ারি থেকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে বুখারেস্ট থেকে মুম্বই বিমান চালান হচ্ছে। এই রুটে এটি ছিল দ্বিতীয় বিমান যা সফলভাবে ভারতীয়দের উদ্ধার করে দেফে ফিরিয়ে এনেছে। 

Latest Videos

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) কারণে ইউক্রেনে আটকে পড়েছে প্রচুর ভারতীয় (India)। তাদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। যাদের মধ্যে আর ডাক্তারির পড়ুয়ার সংখ্যাই বেশি। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে বিমান পরিষেবা চালু করেছেন টাটার এয়ার ইন্ডিয়া বিমান (Air India)। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে তারা ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এই কাজে সংস্থার কতটা টাকা লাগবে তার একটি হিসেব পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন উদ্ধারকারী বিমানের (Flight)যাওয়া আসা পিছু খরচ পড়বে ১ কোটি ১০ লক্ষ টাকা। প্রতি ঘণ্টায় খরচ হবে ৭-৮ লক্ষ টাকা। 

এয়ার ইন্ডিয়ার বিমান রুমানিয়া ও হাঙ্গেরি থেকে বিমান পরিষেবা দেবে। সেখানেই আসতে হবে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের। দুটি দেশই ইউক্রেনের প্রতিবেশী দেশ। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে ওয়াই-বডি বোয়িং ৭৮৭ প্লেন যা ড্রিমলাইনার নামে পরিচিত সেই বিমানই পাঠান হচ্ছে উদ্ধারকাজে। ইতিমধ্যেই এই বিমান শতাধিক ভারতীয়কে ফিরিয়ে এনেছে। 

এয়ারলাইন্স সূত্রে পাওয়া খবর অনুযায়ী ড্রিমলাইনারের সঙ্গে চাটার্ড ফ্লাইট পরিচালনার খরত প্রতি ঘণ্টায় ৭-৮ লক্ষ টাকা। কতটা দূরে এই বিমান যাবে কোথায় যাবে তার ওপর মোট খরচ নির্ভর করে। মোট খরচের মধ্যে পড়ে জ্বালানি, ক্রু, নেভিগেশন, অবতরণ ও পার্কিং চার্জ। তবে ফ্লাইটগুলি কতক্ষণ বিমান বন্দরে থাকবে তার ওপরই খরচ বাড়তে বা কমতে পারে। সূত্রের খবর উদ্ধারকারী বিমানে ক্রু মেম্বারদের দুটি দল থাকতে। একটি দল যাওয়ার সময় কাজ করবে। অন্যদলটি কাজ করবে ফেরার সময়। 

'পুতিন অতি চালাক আমাদের নেতারা ততটাই বোকা', রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মত ট্রাম্পের

পারমাণবিক যুদ্ধের সতর্কতা জারি, পুতিন সতর্ক করলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী