
Viral Video Of Pakistan air base:ভারতের হামলার ক্ষতিগ্রস্ত পাকিস্তনের রহিম ইয়ার খান বিমানঘাঁটি। ভারতের বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের হামলা আর ভারতের জবাব দেওয়ার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সাংবাদিক সম্মেলনই ভারতের কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা আর রহিম ইয়ার খান বিমানঘাঁটি লক্ষ্য করে ভারত হামলা চালিয়েছে। সংশ্লিষ্ট এয়ারবেসগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরই পাকিস্তান সরকারিভাবে রহিম ইয়ার খান বিমান ঘাঁটিতে ভারতের হামলার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
রহিম ইয়ার খান বিমানঘাঁটি
রমিম ইয়ার খান বিমানঘাঁটি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের দক্ষিণে অবস্থিত। এটি শেখ জায়েদ বিমানবন্দর নামেও পরিচিত। ভৌগলিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। রাজস্থান সীমান্তে অবস্থিত। এই বন্দর থেকে বেসামরিক বিমান পরিষেবাও চালু রয়েছে। পাকিস্তনের অন্যতম প্রধান যুদ্ধ বিমানঘাঁটি হিসেবে কাজ করে। এখানেই রয়েছে চিনা জেএফ-১৭ যুদ্ধ বিমান ও ফ্রান্সের তৈরি মিরাজ -৫ যুদ্ধবিমান আর অ্যালুয়েট-৩ হেলিকপ্টার। আরও একাধিক যুদ্ধবিমান রয়েছে।
এই ভিডিও ও ছবির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা
ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে নূর খান বিমানঘাঁটি। এটিও গুরুত্বপূর্ণ। ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। নূর খান বিমানবন্দর পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি। এটি আগে চাকলালা বিমানঘাঁটি নামেও পরিচিত ছিল। এখানে সামরিক বিমান ওঠনামার পাশাপাশি ভিআইপিদেরও পরিষেবা দেওয়া হয়। নূর খান বিমানঘাঁটি ছাড়াও মুরদি বিমানঘাঁটি ও পঞ্জাব প্রদেশের ঝাং দেলার রিফিকি বিমান ঘাঁটিতে হামলা চালান হয়েছে। নূর খান বিমানঘাঁটি মূলত লজিস্টিক ও রিফুয়েলিং হিসেবে কাজ করে।
বন্ধ আকাশসীমা
এদিন থেকে পাকিস্তান নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানেরও বেসামিরক বিমান বা উড়ানের জন্যও বন্ধ আকাশসীমা। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে একটি নোটিশ টু এয়ারম্যান (NOTAM) এর মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।