Operation Sindoor: বিধ্বস্ত পাক বিমানঘাঁটি! উড়ে গেছে ছাদ এবং রানওয়ে বিপর্যস্ত, সামনে এল উপগ্রহচিত্র

Published : May 13, 2025, 05:00 PM IST
operation sindoor

সংক্ষিপ্ত

Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-এর (operation sindoor) জেরে রীতিমতো বেহাল দশা পাক সশস্ত্র বাহিনীর। কতটা খারাপ অবস্থা হতে পারে, তা যেন ছবিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। 

Operation Sindoor: পাকিস্তানের নির্লজ্জ আক্রমণ এবং জঙ্গিদের ঠিক কোন ভাষায় জবাব দিতে হয়, তা যেন উপযুক্ত জবাব দিয়ে বুঝিয়ে দিল ভারতীয় সেনা (indian army)। ‘অপারেশন সিঁদুর’-এর ঠিক পরেই পাকিস্তান পাল্টা ড্রোন হামলা চালিয়েছিল (operation sindoor india)। 

কিন্তু তার প্রত্যুত্তরে পাক ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থিত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে পাল্টা ও পরিমিত হামলা চালায় ভারত। বিশেষ করে রফিকি, চাকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর এবং শিয়ালকোটে সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো হয় ভারতের তরফ থেকে। স্পষ্ট কথায় বলতে গেলে, কোনও সভ্য দেশই যুদ্ধ চায়না। কিন্তু যে দেশ সন্ত্রাসবাদকে লালন পালন করবে এবং উল্টে সন্ত্রাসবাদকে বাঁচাতে হামলাও চালাবে, তখন তো যোগ্য জবাব দিতেই হবে। ভারতও ঠিক তাই দিয়েছে (India-Pakistan Tensions)। 

এবার সেই ছবিই ধরা পড়ল উপগ্রহচিত্রে 

কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত সেই ছবিগুলি ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে মার্কিন সংস্থা ম্যাক্সার টেকনোলজি‌স। আর সেখানেই দেখা যাচ্ছে যে, পাকিস্তানের সারগোধার মুশাফ, রাওয়ালপিন্ডির নুর খান এবং উত্তর সিন্ধের সুক্কুর সহ একাধিক বিমানঘাঁটিতে হামলার ভয়াবহ চিত্র। কার্যত, ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে সেগুলিকে (india pakistan conflict latest news)। 

ভারতের প্রত্যাঘাতী হামলার পর, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা রাডার এবং বিমানঘাঁটিগুলি পুরোপুরিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থাৎ, ক্ষেপণাস্ত্র হামলার জেরে রানওয়েতে একাধিক বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে। কোথাও তো আবার ভেঙে পড়েছে ছাদ এবং একাধিক জায়গায় আস্ত হ্যাঙ্গারও ভেঙে মাটিতে লুটোপুটি খাচ্ছে। 

 

 

প্রসঙ্গত, এর আগেও বহাওয়ালপুর এবং মুরিদকে সহ বহু জায়গায় হামলার ছবি প্রকাশ্যে এসেছিল। 

উল্লেখ্য, এয়ার মার্শাল একে ভারতী সোমবার সাংবাদিক বৈঠকে ঠিক কী জানিয়েছিলেন?

তাঁর কথায়, "গত ১০ মে রাতে, তিন ঘণ্টার মধ্যে একে একে নুর খান, রফিকি, মুরিদ, পাসরুর, চুনিয়ান, সারগোধা, স্কারু, ভোলারি এবং জ্যাকোবাবাদ সহ মোট ১১টি ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং পরিমিত আক্রমণ চালানো হয়।"

 

 

আর সেই আক্রমণ যে একদম সঠিক জায়গাতেই ছিল, তা এই ছবিগুলি দেখলেই পরিষ্কার (india strikes pakistan)। কৃত্রিম উপগ্রহ মারফৎ যে ছবিগুলি এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে, পাকিস্তানের সারগোধার মুশাফ, রাওয়ালপিন্ডির নুর খান এবং উত্তর সিন্ধের সুক্কুর সহ একাধিক বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। পাকিস্তানকে বুঝিয়ে দিয়ে হয়েছে, আক্রমণ এলে প্রত্যাঘাত আরও তীব্র হবে।কার্যত, ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে পাক বিমানঘাঁটিগুলি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা