CoviShield: কৃতিত্ব নেওয়া নাকি নির্বাচনের বন্ডে টাকা! কোন কারণে দেশাবাসীকে টিকার নামে মৃত্যু মুখে ঠেলে দিল মোদী সরকার, প্রশ্ন বিরোধীদের

Published : May 01, 2024, 12:54 PM ISTUpdated : May 01, 2024, 01:04 PM IST
CoviShield vaccine

সংক্ষিপ্ত

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই না করে, কেন দেশবাসীকে বাধ্য করা হল এই টিকা নিতে? এমনই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বিরোধীরা। 

CoviShield vaccine: কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা। লোকসভা নির্বাচণ চলাকালীন কোভিডশিল্ড নিয়ে এমন তথ্য প্রকাশ্যে আসতেই একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছেন নরেন্দ্র মোদী। বিরোধীদের মতে, কৃতিত্ব নিতে গিয়ে কেন দেশবাসীর প্রাণ নিয়ে খেলা করলেন তিনি? টিকার পার্শ্বপ্রতিক্রিয়া যাচাই না করে, কেন দেশবাসীকে বাধ্য করা হল এই টিকা নিতে? এমনই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বিরোধীরা।

কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, করোনার পর হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের হাজার-লাখ ঘটনা রিপোর্ট করা হয়েছে। বিনামূল্যে ভ্যাকসিনের বিজ্ঞাপন দিয়ে সাধুবাদ জিতে নেওয়া মোদী সরকার কি এই বিষয়ে কোনও জবাব দেবে?

ভ্যাকসিন নির্মাতাদের তদন্ত করা হবে?

রণদীপ সুরজেওয়ালা আরও বলেছেন, ভ্যাকসিন তৈরি করা সংস্থার বিরুদ্ধ কি তদন্ত হবে? এই সত্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ কি হবে? তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন তুলেছেন, বিজেপি কি একই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা নিয়েছে?

সমাজবাদী পার্টির জাতীয় সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব বলেছেন যে আমরা যদি চারপাশে তাকাই, আমরা এমন অনেক ঘটনা দেখতে পাবো, যেখানে ভাল এবং সুস্থ মানুষও এই টীকার কারণে মৃত্যু হয়েছে। ভুক্তভোগীর পরিবার আদৌ জানবেও না আসল ঘটনা কী হয়েছে। অধ্যাপক রাম গোপাল যাদব কোভিড ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সরকারের নীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমার পরিচিত অনেকেই সুস্থ মানুষ ছিলেন, যারা ভ্যাকসিনের পরে পরেই হার্ট অ্যাটাকে মারা গেছেন।

এই টীকার পার্শ্বপ্রতিক্রিয়া ভারতে বড় আকারে দেখা দেবে-

যখন অধ্যাপক রাম গোপাল যাদবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যুক্তরাজ্যের আদালতে প্রায় ৫১ টি মামলা দায়ের করা হয়েছে যে কোভিড ভ্যাকসিন ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো রোগ সৃষ্টি করছে। এর জবাবে তিনি বলেন, ভারতেও বড় আকারে ভ্যাকসিনের প্রভাব দেখা গিয়েছে। এই ঘটনা বা এই প্রশ্নের উত্তরে এখনও মুখ খোলেনি মোদী সরকার।

PREV
click me!

Recommended Stories

'অনুপ্রবেশকারীদের আটকাতেই এসআইআর, দেশদ্রোহীরা ওদের পাশে,' তোপ নরেন্দ্র মোদীর
'কে উন্মাদ খুনীদের বিচার করবে?' দীপু চন্দ্র দাশের হত্যায় সরব তসলিমা নাসরিন