রাম আর শিবকে নিয়ে বিতর্কিত মন্তব্য! মল্লিকার্জুন খড়গের কে তুমুল কটাক্ষ করল বিজেপির

ভগবান শিব ও রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে

মঙ্গলবার ছত্তিশগড়ের জঞ্জগিরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। এই সভায় তিনি ভগবান শিব ও রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যার জেরে তুমুল ক্ষুব্ধ হয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা খড়গেকে পাল্টা আক্রমণ করেছেন।

এমনকী, এদিন কংগ্রেস প্রার্থী শিবকুমার দাহারিয়ার সমর্থনে জনসভা করছিলেন মল্লিকার্জুন খড়গে, কিন্তু তাঁর নামও মনে করতে পারেননি।  মল্লিকার্জুন খাড়গে  দু'বার শিবকুমারের  নাম জিজ্ঞাসা করেন, তারপরে তিনি তাঁর পুরও নামটি নিতে সক্ষম হন। খড়গে বলেন যে তাঁর নাম শিব, তিনি রামের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কারণ তিনি শিব, আমার নামও মল্লিকার্জুন, অর্থাৎ আমিও শিব। এসময় খড়গে উল্লেখ করেন, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে মল্লিকার্জুন নামে একটি জ্যোতির্লিঙ্গও রয়েছে।

Latest Videos

মল্লিকার্জুনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, "খড়গে আরও একবার রাজ্যের মানুষের সঙ্গে কথা বলেছেন।

 

 

এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কংগ্রেসিরা ভগবান রামকে তাদের শত্রু বলে মনে করে। তিনি আরও বলেন, কংগ্রেসিরা শিব বলে গর্ব করছেন, কিন্তু তাঁরা জানেন না যে শিব শ্রীরামকে তাঁর আদর্শ বলে মনে করেন। বিজয় শর্মা বলেন, কংগ্রেসিরা শ্রী রামের অস্তিত্ব অস্বীকার করেছেন।"

 

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today