ফের দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ে মোট আক্রান্ত ৮ লক্ষ ছাড়াল, তবে দেশে করোনা জয়ীর সংখ্যাও ৫ লক্ষাধিক

  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ২০ হাজার ছাড়াল
  • নতুন রেকর্ড গড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭,১১৪
  • তবে দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬২.৭ শতাংশ
  •  গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা মুক্ত হয়েছেন ১৯,৮৭৩ জন

প্রতিদিনই প্রায় ভারতে দৈনিক সংক্রমণ নয়া রেকর্ড গড়ছে। শনিবারও বদলালো না চিত্রটা। এদিন দৈনিক সংক্রমণ দেশে নতুন রেকর্ড তৈরি করল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ২৭,১১৪। যা ভারতে দৈনিক সংক্রমণে এখনও পর্যন্ত সর্বোচ্চ। শুক্রবার সংখ্যাটা ছিল ২৬,৫০৬। 

 

Latest Videos

শুক্রবার রাতেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষের গণ্ডি পেরিয়ে যায়। বর্তমানে দেশে মোট সংক্রমমের শিকার ৮ লক্ষ ২০ হাজার ৯১৬। ১৪ দিন আগেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের ঘরে ছিল। মাত্র ২ সপ্তাহের মধ্যে নতুন করে আক্রান্ত হলেন ৩ লক্ষ। যেভাবে ভাইরাস ছড়াচ্ছে তাতে প্রশাসনের কপালে ক্রমে চিন্তার ভাজ লম্বা হচ্ছে।

আরও পড়ুন: মহামারি থেকে বাঁচুক বিশ্ব, ভ্যাকসিন তৈরির জন্য ৩৩০০ কোটি দান করলেন এই ভারতীয় শিল্পপতি

তবে এসবের মধ্যেই রয়েছে ভাল খবর। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬২.৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা মুক্ত হয়েছেন ১৯,৮৭৩। এই নিয়ে টানা ৩দিন দেশে প্রদিদিন ১৯ হাজারের বেশি মানুষ করোনা মুক্ত হলেন। ফলে ভারতে বর্তমানে করোনা যুদ্ধে জয়ীর সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে। দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭। 

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৫১৯ জনের। ফলে দেশে কোভিড ১৯ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২,১২৩। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল সায়েন্স জানাচ্ছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৮২ হাজার ৫১১। আর সব মিলিয়ে ভারতে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৭ হাজার ২।

 

এদিকে করোনা সংক্রমণে এখনও দেশের মধ্যে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। মারাঠা রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২৫। মহারাষ্ট্রে করোনা প্রাণ কেড়েছে ৯,৮৯৩ জনের। 

করোনা সংক্রমণে দেশে দ্বিতীয় স্থানে থাকা রাজ্য তামিলনাড়ুতে আক্রান্ত ১ লক্ষ ৩০ হাজারের বেশি। এই রাজ্যে কোভিড ১৯ রোগের বলি হয়েছেন ১,৮২৯ জন। এখনও পর্যন্ত দেশের দক্ষিণের এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮২,৩২৪ জন।

আরও পড়ুন: আনলক ভারতে বেড়েই চলেছে সংক্রমণ, ফের সম্পূর্ণ লকডাউনের পথেই ফিরল পুনে

এদিকে জাতীয় রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ছাড়িয়েছে। করোনা প্রাণ কেড়েছে ৩,৩০০ জনের। তবে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৪,৬৯৪ জন।

বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছে ১ কোটি ২০ লক্ষের বেশি মানুষ। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৫ লক্ষ ৫০ হাজারের বেশি। করোনা সংক্রমণে বিশ্বের মধ্যে শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়েছে। করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে সংখ্যা ১৭ লক্ষের বেশি। বিশ্বে সংক্রমণের সংখ্যায় এখন ৩ নম্বরে রয়েছে ভারত।  

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari