দেশে করোনা মুক্ত ৩০ লক্ষের বেশি, ৩৯ লক্ষ আক্রান্ত নিয়ে এবার ব্রাজিলকে ছাপিয়ে যাওয়ার পথে ভারত

  • ফের দেশে দৈনিক আক্রান্ত ৮৩ হাজারের উপরে
  • ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬৮ হাজার ছাড়াল
  • দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৭.১৫ শতাংশ 
  • মৃত্যু হার কমে হয়েছে ১.৭৪ শতাংশ

পরিস্থিতি কিছুতেই আয়ত্বে আসছে না। সব রেকর্ড ভেঙে বৃহস্পতিবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৩ হাজারের বেশি। একদিনে কোন দেশে করোনা আক্রান্তের সংখ্যায় এটা ছিল বিশ্বরেকর্ড। শুক্রবারও দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজারের উপরেই থাকল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৮৩ হাজার ৩৪১ জন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ লক্ষ পেরিয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ লক্ষ ৩৬ হাজার ৭৪৮। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে এখন মোট আক্রান্ত ৬১ লক্ষ ৪৯ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে সংখ্যাটা ৪০ লক্ষ ৪১ হাজার।

 

Latest Videos

 

বৃহস্পতিবারও দেশে করোনা প্রাণ কেড়েছে হাজারের বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,০৯৬ জনের। ফলে ভারতে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ হাজার ৪৭২। বর্তমানে বিশ্বে করোনায় মৃতের সংখ্যায় ৩ নম্বরে রয়েছে ভারত। 

আরও পড়ুন: ''কিল নরেন্দ্র মোদী'', এনআইএ-র হাতে আসা গোপন ই-মেলে ফাঁস প্রধানমন্ত্রীকে হত্যার ছক

এর মধ্যেই অবশ্য রয়েছে আশার খবরও। ভারতে করোনাজয়ীর সংখ্যা ৩০ লক্ষ পেরিয়ে গেল শুক্রবার। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযীয় দেশে সুস্থ হয়ে উঠেছে ৩০ লক্ষ ৩৭ল হাজার ১৫২ জন। ফলে সক্রিয় রোগীয় সংখ্যা দেশে এখন ৮ লক্ষ ৩১ হাজার ১২৪।  শতাংশের হিসাবে যায় ২১.১১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৬৬,৬৫৯ জন। এখনও পর্যন্ত ভারতে সুস্থতার হার ৭৭.১৫ শতাংশ । মৃতের হার কমে হয়েছে ১.৭৪ শতাংশ। 

আরও পড়ুন: পাকিস্তানকে অস্ত্র দেবে না রাশিয়া, চিনের চাপ বাড়িয়ে মস্কোর সঙ্গে রাইফেল চুক্তি চূড়ান্ত করল ভারত

এদিকে  বুধবার করোনা পরীক্ষায় রেকর্ড গড়েছিল ভারত। একদিনে করোনা পরীক্ষা হয়েছিল ১১ লক্ষের উপরে।  বৃহস্পতিবারও  নমুনা পরীক্ষার সংখ্যা থাকল ১১ লক্ষের উপরেই। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার  গোটা দেশে ১১ লক্ষ ৬৯  হাজার ৭৬৫ কোভিড টেস্ট হয়েছে।  সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত ৪ কোটি ৬৬  লক্ষ ৭৯  হাজার ১৪৫  নমুনার কোভিড পরীক্ষা হয়েছে। প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত চার দিন ধরে তা ৭ শতাংশেই বন্দি রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.১২ শতাংশ। 

 

 

কোভিডে আক্রান্ত ও মৃত্যু দু’টি তালিকাতেই এখনও শীর্ষে  রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে  মোট আক্রান্ত ৮ লক্ষ ৪৩ হাজার ৮৪৪ জন। এখনও দৈনিক প্রায় ১৮ হাজার সংক্রমণ হচ্ছে মারাঠা রাজ্যে। দিন কয়েক আগেই তামিলনাড়ুকে পিছনে ফেলে সংক্রমণ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে দৈনিক আক্রান্ত হচ্ছেন গড়ে ১০ হাজার জন। যার জেরে মোট আক্রান্ত চার লক্ষ ৬৫ হাজার ৭৩০ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত চার লক্ষ ৪৫ হাজার ৮৫১। তামিলনাড়ুতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি আগের থেকে একটু কমে ৬ হাজারের গণ্ডিতে বন্দি থাকছে। চতুর্থ স্থানে থাকা কর্নাটকে মোট সংক্রমিত হয়েছেন তিন লক্ষ ৭০ হাজার জন। উত্তরপ্রদেশেও মোট আক্রান্ত দু’লক্ষ ৪৭ হাজার। রাজধানী দিল্লি পরিস্থিতি তুলনায় কিছুটা ভাল। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার। বাংলায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ছাড়িয়েছে। গত ৭ আগস্ট দেশে মোট আক্রান্ত ২০ লক্ষ ছাপিয়েছিল। ২৩ আগস্ট সংখ্যা ৩০ লক্ষ ছাড়ায়া। আর ৪ সেপ্টেম্বর সেই সংখ্যাটা ৩৯ লক্ষ ছাড়িয়ে গেল।

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik