''কিল নরেন্দ্র মোদী'', এনআইএ-র হাতে আসা গোপন ই-মেলে ফাঁস প্রধানমন্ত্রীকে হত্যার ছক
- FB
- TW
- Linkdin
তিনটি শব্দ, 'কিল নরেন্দ্র মোদী', এনআইএ-র হাতে এই ই-মেল ফাঁস হতেই ঘুম ছুটেছে দেশের তাবড় তাবড় গোয়েন্দা আধিকারিকদের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠিতে এনআইএ জানিয়েছে, একটি ই-মেল আইডি থেকে এনআইএ কিছু ই-মেল পেয়েছে, যার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বেশ কিছু রাজনৈতিক নেতা এবং এজেন্সিকে হুমকি দেওয়া হয়েছে।
ylalwani12345@gmail.com থেকে info.mum.nia@gov.in আইডি-তে এই মেইল পাঠানো হয়েছিল। সেখানে শুধুমাত্র তিনটি শব্দ লেখা ছিল। কিল নরেন্দ্র মোদী।
গত ৮ আগাস্ট এনআইএ-র হাতে এই ই-মেলটি এসে পৌঁছয়। এই ই-মেল প্রকাশ্যে আসার পরই তত্পর হয়েছে দেশের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সি। এর ফলে রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা।
যদিও এখনও পর্যন্ত এই ই-মেলের ভেরিফিকেশন করেনি এনআইএ। ৮ আগস্ট রাত দেড়টা নাগাদ ইমেলটি পেয়েছিল এনআইএ।
এনআইএ-র কাছ থেকে চিঠি পাওয়ার পরেই নড়চড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির সঙ্গে এই নিয়ে বৈঠক করা হয়। এছাড়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 'র', প্রতিরক্ষা ক্ষেত্রের গোয়েন্দাদের সঙ্গেও এই নিয়ে আলোচনা করা হয়েছে। সব এজেন্সিকেই সতর্ক করা হয়েছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ভারতের বাইরে কোনও জায়গা থেকে এই ই-মেল পাঠানো হয়েছে। ই-মেলের সঠিক আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে।
সাম্প্রতিক অতীতে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এত বড় হুমকির মুখোমুখি হতে হয়নি গোয়েন্দাদের। দেশের প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্রে কারা জড়িত, তা খুঁজে বের করতে কালঘাম ছুটছে গোয়েন্দাদের।
বৃহস্পতিবার সকালেই ট্যুইটারের তরফে জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইট হ্যাক হয়েছে। হ্যাক করার পর সেখান থেকে একাধিক ট্যুইট করে ফলোয়ারদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি রিলিফ ফান্ডে অর্থ সাহায্যের অনুরোধ করা হয়েছে। ট্যুইটারের তরফে এক মুখপাত্র ই-মেল বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছি। এই মুহূর্তে আমরা জানি না আর কার কার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।’
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃত ব্যক্তি ওড়িশার এক ক্ষুদ্র ব্যবসায়ী। বাড়ি কটকের এক গ্রামে।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, ওডিশার ওই ব্যক্তি সোশ্যাল পোস্টে নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথকে হুমকি দিয়েছেন। যে কারণে এই গ্রেফতারি। ধৃতের বিরুদ্ধে রাষ্টদ্রোহিতার মামলা দিয়েছে যোগীর পুলিশ।