Pahalgam Terror Attack: এখনও অধরা পহেনগাঁওয়ের হামলাকারীরা, তদন্ত কোন দিকে?

Published : Apr 25, 2025, 08:45 AM IST

Pahalgam Terror Attack: পহেলগাঁও-এ ২৬ জন পর্যটককে হত্যার ৪৮ ঘণ্টা পরেও ধরাছোঁয়ার বাইরে হামলাকারীরা। জঙ্গিরা পর্যটকদের ধর্ম দেখে হত্যা করেছে বলে অভিযোগ। ভারতীয় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযান অব্যাহত।

PREV
110

মঙ্গলবার থেকে চলছে চিরুনি তল্লাশি। তারপরও অধরা পহেনগাঁওয়ের হামলাকারীরা।

210

মঙ্গলবার দুপুরে পহেনগাঁও-তে ২৬ জন পর্যটককে হত্যা করে জঙ্গিরা। ধর্ম জেনে হত্যা কার হয় তাঁদের।

410

মঙ্গলবার থেকে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। কিন্তু, ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অধরা তারা।

510

হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ করেছে প্রশাসন। কারও খোঁজ দিতে পারলে দেওয়া হবে ২০ লক্ষ টাকা পর্যন্ত।

610

জানা গিয়েছে, হামলার আগে ১ সপ্তাহ ধরে রেইকি করে জঙ্গিরা। তারপর চালায় হামলা। সেদিন ঘটনাস্থলে চলেছিল ৪০-৫০ রাউন্ড গুলি।

710

পেহলগাঁওর এই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। যার জবাবে বৃহস্পতিবার শাহবাজ শরিফের সরকার আটটি পদক্ষেপ ঘোষণা করেছে।

810

ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ, ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বাতিল করা হয়েছে ভারতীয় নাগরিকদের সার্ক ভিসা।

910

ভারতের উদ্দেশে হুঁশিয়ারির সুরে পাকিস্তান জানিয়েছে, সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করলে পাকিস্তানে জলের প্রবাহ বন্ধ করে দিলে তা যুদ্ধ হিসেবে দেখবে ইসলামাবাদ।

1010

পাকিস্তানের এই পদক্ষেপের পর দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোবে তা নিয়ে প্রশ্ন সকলের মনে।

click me!

Recommended Stories