পহেলগাঁও জঙ্গিহামলার নীলনক্সা তৈরি হয়েছিল আদিলের দেওয়া তথ্যে, সন্ত্রাসবাদীদের মাথার দাম ২০ লক্ষ টাকা

Published : Apr 24, 2025, 03:15 PM IST

pahalgam terror attack: জম্মু ও কাশ্মীর পুলিশ বৃহস্পতিবার হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ করেছে। পুলিশের অনুমান হামলাকারীদের মধ্যে ছিল দুইজন পাকিস্তানের নাগরিক। একজন অনন্তনগের। 

PREV
110
পহেলগাঁও হামলা

নিখুঁত পরিকল্পনা করে পহলেগাঁওয়ের বৈসরান উপত্যকায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে জঙ্গিরা দীর্ঘ দিন ধরেই হামলার ছক কষেছিল।

210
সন্ত্রাসবাদীদের ছবি প্রকাশ

জম্মু ও কাশ্মীর পুলিশ বৃহস্পতিবার হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ করেছে। পুলিশের অনুমান হামলাকারীদের মধ্যে ছিল দুইজন পাকিস্তানের নাগরিক।

310
পুরষ্কার ঘোষণা

হামলাকারীদের গ্রেফতারের বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে সাহয্যের জন্য ২০ লক্ষ টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়েছে।

410
হামলাকারীরা কারা?

অনন্তনাগ পুলিশের প্রকাশিত নোটিশ অনুসারে, সন্দেহভাজনরা হল পাকিস্তানের নাগরিক হাশিম মুসা ওরফে সুলেমান, পাকিস্তানের নাগরিক আলি ভাই ওরফে তালহা ভাই এবং জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা আব্দুল হুসেন ঠোকর।

510
তিন জঙ্গি লস্করের সদস্য

তিনজনই পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য বলে মনে করা হচ্ছে।

610
আদিল ঠোকর

আদিল ঠোকর অনন্তনাগ জেলার বাসিন্দা। পহেলগাঁও অনন্তনাগ জেলার মধ্যেই পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আদিল ঠোকরই পাকিস্তানের জঙ্গিদের গাইড হিসেবে কাজ করেছে। একই জেলার মানুষ হওয়ায় গোটা এলাকা তার হাতের তালুর মত চেনা। সেই বাকিদের পথ নিয়ে গিয়েছিল বৈসরানে।

710
পাকিস্তানে প্রশিক্ষণ

একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অদিল ঠোকর ২০১৮ সালে আটারি -ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে গিয়েছিল। সেখানেই লস্করের সদস্য হয়। জঙ্গি প্রশিক্ষণও নেয়। বর্তমানে সে অনন্তনাগেই রয়েছে।

810
দক্ষিণ কাশ্মীরে গতিবিধি

একাধিকবার আদিলকে দক্ষিণ কাশ্মীরে দেখা গিয়েছে। একাধিক অবৈধ কাজের সঙ্গেও লিল্প বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

910
আদিলের ভূমিকা

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হামলার ছককষতে আদিলের তথ্য়ের ওপর গুরুত্ব দিয়েছিল হামলাকারীরা। হামলার পর জঙ্গলের রাস্তা ধরে কী করে চম্পট দেওয়া যায় তারও নীলনক্সা তৈরি করেছিল আদিল। আদিলের তথ্যের ওপর ভিত্তি করেই হামলা চালান হয়েছিল বলে অনুমান।

1010
কড়া পদক্ষেপ ভারতের

জঙ্গি হামলার পরই একাধিক কঠোর পদক্ষেপ করেছে ভারত। পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর পরই পাকিস্তনের কূটনীতিকদের কড়া বার্তা দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি। বন্ধ করে দেওয়া হয়েছেপ পাক সরকারের এক্স অ্যাকউন্ট।

click me!

Recommended Stories