India vs Pakistan: রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট (Boycott) করার বদলে পাকিস্তানকে উড়িয়ে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) শিকার হওয়া পরিবারগুলির পাশে থাকার বার্তা দিল ভারতীয় দল।

DID YOU
KNOW
?
ম্যাচের সেরা কুলদীপ যাদব
চলতি এশিয়া কাপে পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন কুলদীপ যাদব। তিনি অসাধারণ বোলিং করছেন।

Suryakumar Yadav: এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan) খেললেও, এর বাইরে যে কোনওরকম সম্পর্ক নেই, তা স্পষ্ট করে দিল ভারতীয় দল। টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আগার (Salman Agha) সঙ্গে করমর্দন করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তানকে সাত উইকেটে উড়িয়ে দেওয়ার পর বিশেষ বার্তা দিলেন সূর্যকুমার। তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam terror attack) শিকার হওয়া পরিবারগুলির পাশে আছি। আমরা সংহতির বার্তা দিচ্ছি। আমাদের সশস্ত্রবাহিনীকে এই জয় উৎসর্গ করছি। ওঁরা অনেক সাহসের পরিচয় দিয়েছেন। আশা করি ওঁরা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে যাবেন। আমরা মাঠে যখনই সুযোগ পাব তখনই সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।’

জন্মদিনে দলকে জেতালেন সূর্যকুমার

রবিবার ছিল সূর্যকুমারের জন্মদিন। সেদিনই পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘অসাধারণ অনুভূতি হচ্ছে। ভারতকে যথাযথ পাল্টা উপহার দিলাম। আমার মনে পাল্টা উপহার দেওয়ার বিষয়ে ভাবনা ছিল। সবাই জয় পেতে চায়। আমি সবসময় একটা কাজ করতে চাই। তা হল শেষপর্যন্ত ব্যাটিং করা। সেটা করতে পারলাম।’

পাকিস্তানকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ সূর্যকুমার

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে আলাদা করে গুরুত্ব দিতে চাইছেন না সূর্যকুমার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ দলের সবার জন্য এটা শুধু আরও একটা ম্যাচ। সব প্রতিপক্ষের জন্য আমরা একইভাবে প্রস্তুতি নিই। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জয় কয়েক মাস আগে ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতেও আমাদের দলে স্পিনারের সংখ্যা বেশি ছিল। আমি সবসময় স্পিনারদের ভক্ত। কারণ, মাঝের ওভারগুলিতে ওরাই ম্যাচ নিয়ন্ত্রণ করে।’ ম্যাচের পর মাঠে দাঁড়িয়েই সূর্যকুমার এত কথা বললেও, পাকিস্তানের অধিনায়ক কোনও কথা বলেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।