Pahalgam: 'ভারতের পাশে আছি,' পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে বার্তা তুলসী গাবার্ডের

Published : Apr 25, 2025, 08:11 PM ISTUpdated : Apr 25, 2025, 08:44 PM IST
Pahalgam: 'ভারতের পাশে আছি,' পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে বার্তা তুলসী গাবার্ডের

সংক্ষিপ্ত

Tulsi Gabbard: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর বিভিন্ন দেশের পক্ষ থেকে ভারতের পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গার্বার্ডও ভারতের পাশে দাঁড়ালেন।

Tulsi Gabbard on Pahalgam: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড (Tulsi Gabbard)। তিনি সন্ত্রাসবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা ফের স্মরণ করিয়ে দিয়েছেন। পহেলগাঁওয়ে ২৬ জন সাধারণ নাগরিকের প্রাণ কেড়ে নেওয়া জঘন্য হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের পাকড়াও করার জন্য নিরাপত্তারক্ষীদের অভিযানে ভারতকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তুলসী। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘পহেলগাঁওয়ে ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন হিন্দুকে নিশানা করে খুন করার ঘটনায় আমরা ভারতের পাশে আছি। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের জন্য আমি প্রার্থনা করছি এবং গভীর সমবেদনা প্রকাশ করছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের মানুষের পাশে আছি। আমরা আপনাদের পাশে আছি এবং এই ঘৃণ্য হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার ক্ষেত্রে আপনাদের সাহায্য করছি।’

পাকিস্তানকে বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাশে আছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। পাকিস্তানের এক সাংবাদিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুসকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাব দেননি ব্রুস। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং সচিব মার্কো রুবিও পরিষ্কার করে দিয়েছেন, ভারতের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব ধরনের সন্ত্রাসবাদের কঠোর নিন্দা করা হয়েছে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য আমরা প্রার্থনা করছি। যাঁরা জখম হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্যও প্রার্থনা করছি। যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

 

 

ভারতের পাশে ট্রাম্প

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে পাকিস্তানের উপর চাপ বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি
দেশের বৃহত্তম উড়ান সংস্থার বিমান বিপর্যয়, কবে স্বাভাবিক হবে IndiGo-র পরিষেবা? জানিয়ে দিলেন সিইও