কী করে বোমা তৈরি হয়? দিল্লি বিস্ফোরণের ঘাতকদের ভিডিও পাঠিয়েছিল জইশের হ্যান্ডেলার হানজুল্লা

Published : Nov 21, 2025, 12:28 PM IST

দিল্লি লালকেল্লা বিস্ফোরণের তদন্তে এবার তদন্তকারীদের নজর পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির ওপর। ডিজিটালি পাকিস্তানের জঙ্গিদের শনাক্ত করার চেষ্টা করছেন জঙ্গিরা। তাতেই পাকিস্তানের জইশ-ই-মহম্মদ যোগের প্রমাণ হাতে পেয়েছে। 

PREV
16
দিল্লি বিস্ফোরণে পাকিস্তান যোগ!

দিল্লি লালকেল্লা বিস্ফোরণের তদন্তে এবার তদন্তকারীদের নজর পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির ওপর। ডিজিটালি পাকিস্তানের জঙ্গিদের শনাক্ত করার চেষ্টা করছেন জঙ্গিরা। তাতেই পাকিস্তানের জইশ-ই-মহম্মদ যোগের প্রমাণ হাতে পেয়েছে। ফরিদাবাদের ডাক্তাদের মডিউলের সঙ্গে জইশের যোগ ছিল বলেও মনে করছেন তদন্তকারীরা।

26
কী করে বোমা তৈরি করা হয়?

একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তানের জইশ-ই-মহম্মদের জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল মুজাম্মিল আর উমরদের। তারা বোমা তৈরির ভিডিও পর্যন্ত শেয়ার করেছিল। জইশের এক হ্যান্ডেলারের নামও হাতে এসেছে তদন্তকারীদের

36
বোমা তৈরির ভিডিও

তদন্তকারীদের একটি সূত্রের খবর, জইশের হ্যান্ডেলার হানজুল্লা একটি ভিডিও পাঠিয়েছিল। সেখানে বোমা তৈরির টিউটোরিয়াল রয়েছে। যা হাতে যা মুজাম্মিল আর উমরদের ইলেকট্রনিস্ক ডিভাইস ঘেঁটে হাতে পেয়েছে তদন্তকারীরা। এখন তদন্তকারীদের প্রশ্ন কে এই হানজুল্লা।

46
হানজুল্লা কে ?

তদন্তকারীরা মনে করছেন হানজুল্লা নাম নিয়ে যে হ্যান্ডার বোমা তৈরির ভিডিও উমর আর মুজাম্মিলের সঙ্গে শেয়ার করেছিল সে আসদে ছদ্মনাম ব্যবহার করেছিল। তার আসল নাম অন্য কিছু। যার খোঁজে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা। তবে হানজুল্লাকে ডিজিটালি শনাক্ত করার চেষ্টা করছে।

56
হানজুল্লা সম্পর্কে তথ্য

প্রতিবেদনে তদন্তকারীদের সূত্র দিয়ে বলা হয়েছে,অক্টোবরে জম্মু ও কাশ্মীরে নওগাম এলাকায় কমান্ডার হানজুল্লা ভাই নামে পোস্টার পড়েছিল। যা এই অঞ্চলে জইশর নেটওয়ার্ক সম্পর্কে প্রথম নজর কেড়েছিল গোয়েন্দা সংস্থার। তদন্তকারী সূত্রের খবর শোপিয়ানে একজন ধর্মগুরু মৌলভি ইরফান আমদের সঙ্গে মুজাম্মিলদের যোগাযোগ করিয়ে দিয়েছিল হানজুল্লা নামের এক হ্যান্ডালার। দুই হানজুল্লা একই কিনা তা খতিয়ে দেখছে। তদন্তকারীরা আরও যে তথ্য পেয়েছে তা হল মৌলভিই ডাক্তারদের দলটিকে মৌলবাদী করে তোলার প্রশিক্ষণ দিয়েছিল।

66
মুজাম্মিলের জঙ্গি যোগ

তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী মুজাম্মিলই এই চিকিৎসকদের মডিউলের মাথা। আগেই তার সন্ত্রাসবাদী যোগের তথ্য হাতে আছে তদন্তকারীদের। সূত্রের খবর ২০২৩-২৪ সালের অস্ত্র সংগ্রহ করেছিল মুজাম্মিল। একটি স্বাধীন জঙ্গি সেল হিসেবে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। অন্যদিকে ২০২১-২২ সালেই আইসিস-এর গোষ্ঠী আনসার গজওয়াত - উল- হিন্দের প্রতিও সে আকৃষ্ট ছিল।

Read more Photos on
click me!

Recommended Stories