জঙ্গিদের নিরাপদে দেশে ফেরাতে যুদ্ধবিরতি ভেঙে সীমান্ত ক্রমাগত গুলি পাকিস্তানের? কড়া জবাব ভারতের

Published : Apr 26, 2025, 10:07 AM IST

Pakistan is firing across the LoC: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। যুদ্ধ বিরতি ভেঙে ক্রমাগত গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা বাহিনী। 

PREV
110
পহেলগাঁও হামলা

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত।

210
যুদ্ধ বিরতি লঙ্ঘন পাকিস্তানের

কিন্তু পহেলগাঁওতে জঙ্গি হামলার পরই নিয়ন্ত্রণ রেখা এলকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্থান।

310
সীমান্ত গুলি

জম্মু ও কাশ্মীরে একাধিক সীমান্তে অবিরত গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা বাহিনী। শুক্রবারের পর শনিবারও সীমান্তে গুলির বিনিময় অব্যাহত।

410
পাল্টা জবাব

পাকিস্তানি সেনা বাহিনীর গুলির জবাব পাল্টা দিচ্ছে ভারত। নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাচ্ছে ভারতীয় সেনা বাহিনী।

510
উত্তপ্ত সীমান্ত

নীপা উপত্যকা-সহ একাধিক উপত্যকায় বেজে উঠেছে যুদ্ধের দামামা। একাধিক সীমান্ত এলাকায় চলছে গুলির লড়াই। বারামুল্লায় রাতের আকাশে টহল দিয়েছে রাফাল-সুখোই বিমানকে।

610
কেন উত্তপ্ত সীমান্ত

নাম প্রকাশে অনিচ্ছুক সেনা বাহিনীর এক কর্তার কথায় পহেলগাঁও হামলার পরই জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফেরাতেই এই গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা বাহিনী। একদিকে পাক সেনা গুলি চালাচ্ছে। অন্যদিকে জঙ্গিরা ভারতীয় সেনা বাহিনী আর নিরাপত্তা বাহিনীর নজরের আড়ালে সীমান্ত পেরিয়ে যাতে পাকিস্তানে প্রবেশ করতে পারে।

710
জঙ্গি ঢোকাতেও পারে

সেনা বাহিনীর কর্তায় কথায় একদিকে পহেলগাঁও-এর হামলাকারীদের যেমন নিরাপদ সীমান্ত পার করার চেষ্টা করছে পাক সেনা বাহিনী অন্যদিকে গুলির লড়াইয়ে ভারতীয় বাহিনীকে ব্যস্ত রেখে অসতর্কতার সুযোগ নিয়ে জঙ্গি প্রবেশ করাতেও পারে।

810
সতর্ক ভারত

যদিও সতর্ক রয়েছে ভারতীয় সেনা বাহিনী। পহেলগাঁও হামলার পরই সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখাা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে ভারতীয় সেনা বাহিনী।

910
সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা

অন্যদিকে পহলেগাঁও হামলার পর থেকেই সতর্ক পাকিস্তান। সীমান্ত সংলগ্ন ও পাকিস্তান অধিকৃত কশ্মীরের লঞ্চ প্যাড থেকে জঙ্গিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

1010
প্রস্তুত ভারত

শুক্রবারই সেনা প্রধান কাশ্মীরে গিয়ে পৌঁছেছেন। সেখানে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। সূত্রের খবর, সবদিক দিয়ে তৈরি ভারতীয় সেনা বাহিনী।

click me!

Recommended Stories