Viral Video: ট্রেনের ভেতর থেকে হাত বাড়িয়ে চোরকে পাকড়াও করে এক কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন যাত্রীরা, দেখুন ভাইরাল ভিডিও

Published : Jan 19, 2024, 08:21 AM IST
Viral

সংক্ষিপ্ত

ফোন ছিনতাই করার সময় ছিনতাইকারীর হাত ধরে তাকে ঝুলিয়ে রেখে অনেকদূর পর্যন্ত নিয়ে যাওয়ার অভিনব পন্থাও চোরদের সবক শেখানোর জন্য বিরল নয়। ঠিক যেমনটি দেখা গেল একটি ট্রেনের ভাইরাল ভিডিওতে।

চলন্ত ট্রেন থেকে ফোন বা দামি জিনিস ছিনিয়ে নেওয়ার ঘটনা ভারতের বহু রাজ্যে হামেশাই ঘটতে দেখা যায়। এই হামলার কারণে যেমন নিজের দামি এবং দরকারি জিনিসপত্র হারাতে হয় দৈনন্দিন যাত্রীদের, ঠিক তেমনই নিজের জিনিসটি বাঁচাতে গিয়ে প্রাণও হারাতে হয়েছে অনেক যাত্রীকে। তবে, ফোন ছিনতাই করার সময় ছিনতাইকারীর হাত ধরে তাকে ঝুলিয়ে রেখে অনেকদূর পর্যন্ত নিয়ে যাওয়ার অভিনব পন্থাও চোরদের সবক শেখানোর জন্য বিরল নয়। ঠিক যেমনটি দেখা গেল বিহারের একটি ট্রেনে। 

-


স্টেশন ছেড়ে ট্রেনটি গন্তব্যের দিকে এগোতেই জানলার ধারে বসে থাকা এক যাত্রীর ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করে এক ছিনতাইকারী। কিন্তু , ওই সময়েই হাতেনাতে পাকড়াও হয়ে যায় সে। তবে, পুলিশের নয়, চোর পাকড়াও হয় ট্রেনের যাত্রীদের হাতেই। ছিনতাইকারীর হাত ধরে ফেলেন ওই যাত্রী। নিরুপায় যুবক যাত্রীর হাত ছাড়িয়ে চলন্ত ট্রেন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অন্য যাত্রীরাও তখন তাকে ধরে ফেলেছেন। তত ক্ষণে ট্রেনও গতি বাড়িয়ে নিয়েছে। ফলে, যাত্রীরা জানলা দিয়েই ছিনতাইকারীর হাত ধরে ট্রেনের বাইরে ঝুলিয়ে রাখলেন। এই ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুরে।

-

ছিনতাইকারী ওই যুবক বার বার কাকুতি-মিনতি করলেও যাত্রীরা তাঁকে ছাড়েননি। ওই অবস্থাতে এক কিলোমিটার ঝুলিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। পরবর্তী স্টেশনের আগে ট্রেনটির গতি কমে এলে ওই ছিনতাইকারীকে বাঁচাতে ছুটে আসেন অন্যান্য কয়েকজন যুবক। এই সম্পূর্ণ ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা জামা পরা এক যুবক ট্রেনের বাইরে ঝুলছেন। তাঁর হাত ভিতর থেকে যাত্রীরা ধরে রেখেছেন। ছিনতাইকারী ওই যুবক চলন্ত ট্রেন থেকে লাফ মারার চেষ্টা করছিলেন। আবার কখনও এক হাতে জানলা ধরে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু কোনও ভাবেই হাত ছাড়াতে পারছিলেন না। 
 


 

 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল