Tejpratap Yadav: 'ঠুমকা' বিতর্কের মধ্যেই হেলমেট ছাড়া স্কুটি চালানোর অভিযোগ, তেজপ্রতাপকে জরিমানা

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না লালু পুত্রের (Lalu Prasad Yadav)। ঠুমকা নাচের পর, এবার হেলমেট নিয়ে বাধল বিতর্ক। রবিবার হেলমেট ছাড়া স্কুটি চালানোর অভিযোগে লালু পুত্র তেজপ্রতাপ যাদবকে জরিমানা করল পাটনা পুলিশ (Patna)।

 

পাটনা: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না লালু পুত্রের (Lalu Prasad Yadav)। ঠুমকা নাচের পর, এবার হেলমেট নিয়ে বাধল বিতর্ক। রবিবার হেলমেট ছাড়া স্কুটি চালানোর অভিযোগে লালু পুত্র তেজপ্রতাপ যাদবকে জরিমানা করল পাটনা পুলিশ (Patna)।

রবিবার ঘটনাটি ঘটেছে, বিহারের পাটনায় (Bihar News)। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হেলমেট ছাড়াই বন্ধুকে নিয়ে স্কুটি চালাচ্ছেন RJD সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। স্কুটি চালক তেজপ্রতাপ যাদব ও সওয়ার তার বন্ধু দুজনের কারও মাথায় ছিলো না কোনও হেলমেট। এমনকি যে গাড়িটি লালু প্রসাদের ছেলে চালাচ্ছিলেন সেটির ইন্স্যুরেন্সও শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হয়ে গিয়েছে গাড়ির দূষণ শংসাপত্রেরও (pollution certificate)।

Latest Videos

জানা গিয়েছে, লালু প্রসাদ যাদবের ছেলে স্কুটিটি নিয়ে রাবড়ি দেবীর বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে ছুটছিলো। হেলমেট না থাকায় পাটনার ট্রাফিক পুলিশ তেজপ্রতাপের নামে ৪,০০০ টাকা জরিমানার চালান কাটে। যারমধ্যে ছিলো- হেলমেট না পরার জন্য ১,০০০ টাকা, করে দুজনের কাছ থেকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দূষণ এবং বীমা শংসাপত্রের মেয়াদ শেষ হওয়ার জন্য ২০০০ টাকা জরিমানা করা হয়। তবে লালুপুত্রকে জরিমানার বিষয়ে মুখ খুলেছে প্রশাসন। বলা হয়েছে যে, সবকিছু নির্বিশেষে ট্রাফিক আইন সবার জন্য সমান। এখানে কে কোন রাজনৈতিক দলের সেটা দেখা হয় না। আইন ভাঙলে জরিমানা হবে সবার।

অন্যদিকে, বিহারের হাসানপুরের বিধায়ক তেজ প্রতাপ যাদবের নির্দেশে হোলি উদযাপনের সময় ইউনিফর্ম পরে নাচতে দেখা যাওয়া দীপক কুমার নামে এক পুলিশ কনস্টেবলেকে। তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছে পাটনা পুলিশ।

প্রসঙ্গত, হোলির দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে যে, মঞ্চে বসে তেজপ্রতাপ এক পুলিশকর্মীকে বলছেন, ''আমি এবার একটা গান বাজাব। তুমি ঠুমকা লাগাও। আর যদি না লাগাও তাহলে ফল ভুগতে হবে।'' যদিও পরক্ষণেই তেজপ্রতাপ রসিকতার সুরে বলেন, ''বুরা না মানো হোলি হ্যায়।'' অর্থাৎ হোলির দিন কিছু মনে করবেন না। কিন্তু তেজপ্রতাপের ওই ‘নির্দেশ’ পেয়ে বেশ অস্বস্তিতে পড়ে যান পুলিশকর্মী। খানিক অপ্রস্তুতভাবে কোমর দোলাতেও দেখা যায় তাঁকে। আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অস্বস্তিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

বারুইপুরে স্পিকারের বিরুদ্ধে শুভেন্দুদের 'মহার‍্যালি', কেন? দেখুন | Suvendu Adhikari | BJP Protest
'গুজবের' জেরে জ্বলল নাগপুর! বিরাট অ্যাকশনে নামল পুলিশ | Nagpur Violence News Update | Maharastra
VIDEO দেখলে অবাক হবেন! পৃথিবীতে সুনীতাদের প্রথম স্বাগত জানাল একদল ডলফিন! | Sunita Williams | Dolphin
Suvendu Adhikari: মিডিয়াতে বাইট দেওয়ার সময় পুলিশি বাঁধা, তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী
বাউল মেলার আড়ালে জুয়ার আসর, নীরব পুলিশ! বীরনগর লালন মেলায় চাঞ্চল্য | Ranaghat | Nadia News