সরকার পেনশনভোগীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, বিধবা, প্রতিবন্ধী এবং নির্ভরশীল পরিবারের সদস্যরা এই সুবিধা পাবেন। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যের লক্ষ লক্ষ পেনশনভোগী এই সুবিধার আওতাভুক্ত হবেন।
লক্ষ লক্ষ পেনশনভোগীদের (Pension Holders) সুবিধার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ নিল সরকার। এবার বিরাট সিদ্ধান্ত নিল সরকার। এই সুবিধা অবসরপ্রাপ্ত কর্মচারী এবং প্রবীণ নাগরিকদের জন্য।
214
শুধু যে সরকারি অবসরপ্রাপ্ত (Retired Person) কর্মচারীদের জন্য এমন সুবিধা দিতে চলেছে সরকার, তা নয়। এই সিদ্ধান্ত দ্বারা উপকৃত হবেন অনেকে অনেকেই। বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি, নির্ভরশীল পরিবারের সদস্যরা উপকৃত হবেন।
314
নতুন সিদ্ধান্ত অনুসারে, নির্দিষ্ট কাট অফ বছরের আগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই সুবিধা পেতে চলেছেন।
পারিবারিক পেনশনভোগী (Pensioner) যেমন বিধবা এবং নির্ভরশীল যারা তারা এই সুবিধা পাবেন।
514
সুবিধা পাবেন প্রতিবন্ধী পেনশনভোগী যারা তারাও। তেমনই লো ইনকাম (Low Income) পেনশন স্কিমের আওতায় যারা পারেন তারাও পাবেন।
614
এই নয়া নিয়মে উপকৃত হবেন বিভিন্ন রাজ্যের (State) পেনশনভোগীরা। তালিকায় আছে উত্তরপ্রদেশের ৪.২ লক্ষ পেনশনভোগী। তালিকায় আছে মহারাষ্ট্রের ৩.৫ লক্ষ পেনশনভোগী।
714
তালিকায় আছে তামিলনাড়ুন ২.৪ লক্ষ পেনশনভোগী। তালিকায় আছে বাংলার ৩ লক্ষ পেনশনভোগী।
814
তালিকায় আছে রাজস্থানের ২.৬ লক্ষ পেনশনভোগী। তালিকায় আছে গুজরাটের ২.২ লক্ষ পেনশনভোগী।
914
তালিকায় আছে মধ্যপ্রদেশের ২ লক্ষ পেনশনভোগী। তালিকায় আছে কর্নাটকের ১.৯ লক্ষ পেনশনভোগী।
1014
এই সুবিধা পেতে গেলে প্রয়োজন কয়টি নথি। যেমন পেনশন পেমেন্ট অর্ডার-র কপি প্রয়োজন। জমা দিতে হবে আধার কার্ড।
1114
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ওলড পেনশন স্কিম সংক্রান্ত নথি। এছাড়া যিনি প্রতিবন্ধী পেনশন পান তার প্রতিবন্ধী শংসাপত্র, যিনি পারিবারিক পেনশন তাকে জমা দিতে হবে সেই প্রয়াত ব্যক্তির মৃত্যু শংসাপত্র এবং সরকারি চাকরি (Government Job) যারা করেন তাদের দরকার চাকরি সংক্রান্ত নথি।
1214
কীভাবে জানবেন এই তাবিকায় আপনার নাম আছে কি না? এই তথ্য জানতে সবার আগে পেনশন বিভাগের অফিসিয়াল পোর্টালে যান।
1314
সেখানে পিপিও নম্বর বা পেনশন আইডি লিখুন। আপনার মোবাইল নম্বর (Mobile Number) ও জন্মতারিখ লিখুন।
1414
এর পরই সংশোধিত পরিমাণ দেখতে পাবেন। সমস্যা হলে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।