অষ্টম বেতন কমিশন লাগু হলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি ও ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
510
মূল উদ্দেশ্য
মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যায়ের সঙ্গে সামসঞ্জস্য রেখে বেতন ভাতা পেনশন কাঠামোকে আধুনিক ও ন্যায্য় কার এই কমিশনের প্রধান লক্ষ্য।
610
পেনশনভোগীদের সুবিধে
কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে অষ্টম বেতন কমিশন লাগু হলে সবথেকে উপকৃত হবেন পেনশনভোগীরা।
710
পেনশন বাড়বে
অষ্টম বেতন কমিশন লাগু হলে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ গুণ করা হয় তাহলে পেনশন ৯ হাজার টাকা থেকে ২৫ হাজার ৭৪০ টাকা হতে পারে।
810
পেনশন বাড়বে
হিসেব অনুযায়ী নূন্যতম পেনশন বাড়বে প্রায় ১৬ হাজার টাকারওবেশি। বিলাশ আর্থিক স্বস্তি দেবে পেনশনভোগীদের।
910
UPS স্কিম
কেন্দ্রীয় সরকার ইউনিফাইড পেনশন স্কিম বা UPS চালু করার পরিকল্পনা করছে। এই স্কিম অবসরপ্রাপ্ত কর্মীদের একটি নিশ্চিত পেনশন প্রদান করতে পারবে। যা পেনশনভোগীদের আর্থিক ভবিষ্যতকে আরও সুরক্ষিত করবে।
1010
ইউনিফাইড পেনশন স্কিম
ইউনিফাইড পেনশন স্কিম সরকরি কর্মী ও পেনশনভোগীদের অনেকটা বেশি সুবিধে করে দেবে বলেও মনে করেন।