১৬০০০ টাকার বেশি বাড়বে পেনশন? অষ্টম বেতন কমিশন নিয়ে হঠাৎ করেই এল দুর্দান্ত আপডেট

Published : Jun 09, 2025, 05:45 PM IST

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর। শুধু সরকারি কর্মী নয়, অষ্টম বেতন কমিশন লাগু হলে দুর্দান্ত সুবিধে পাবেন পেনশনভোগীরা। একধাক্কায় অনেকটাই বাড়বে পেনশন।

PREV
110
অষ্টম বেতন কমিশন

অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর। শুধু সরকারি কর্মী নয়, অষ্টম বেতন কমিশন লাগু হলে দুর্দান্ত সুবিধে পাবেন পেনশনভোগীরা।

210
অষ্টম বেতন কমিশন লাগু

অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে ২০২৬ সালের জানুয়ারি থেকেই। যদিও এখনও তেমন কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।

310
কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে।

410
উপকৃতের সংখ্যা

অষ্টম বেতন কমিশন লাগু হলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি ও ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

510
মূল উদ্দেশ্য

মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যায়ের সঙ্গে সামসঞ্জস্য রেখে বেতন ভাতা পেনশন কাঠামোকে আধুনিক ও ন্যায্য় কার এই কমিশনের প্রধান লক্ষ্য।

610
পেনশনভোগীদের সুবিধে

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে অষ্টম বেতন কমিশন লাগু হলে সবথেকে উপকৃত হবেন পেনশনভোগীরা।

710
পেনশন বাড়বে

অষ্টম বেতন কমিশন লাগু হলে যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ গুণ করা হয় তাহলে পেনশন ৯ হাজার টাকা থেকে ২৫ হাজার ৭৪০ টাকা হতে পারে।

810
পেনশন বাড়বে

হিসেব অনুযায়ী নূন্যতম পেনশন বাড়বে প্রায় ১৬ হাজার টাকারওবেশি। বিলাশ আর্থিক স্বস্তি দেবে পেনশনভোগীদের।

910
UPS স্কিম

কেন্দ্রীয় সরকার ইউনিফাইড পেনশন স্কিম বা UPS চালু করার পরিকল্পনা করছে। এই স্কিম অবসরপ্রাপ্ত কর্মীদের একটি নিশ্চিত পেনশন প্রদান করতে পারবে। যা পেনশনভোগীদের আর্থিক ভবিষ্যতকে আরও সুরক্ষিত করবে।

1010
ইউনিফাইড পেনশন স্কিম

ইউনিফাইড পেনশন স্কিম সরকরি কর্মী ও পেনশনভোগীদের অনেকটা বেশি সুবিধে করে দেবে বলেও মনে করেন।

Read more Photos on
click me!

Recommended Stories