৩১ মে-র মধ্যে শেষ করুন এই কাজ, জুন থেকে নয়তো মিলবে না পেনশন! নয়া নিয়ম রাজ্যের

Published : May 16, 2025, 02:41 PM ISTUpdated : May 17, 2025, 03:09 PM IST

পেনশনভোগীদের জন্য নয়া নিয়ম। জানানো হয়েছে ৩১ মে-র মধ্যে একটি কাজ শেষ না হলে নাকি জুন মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে তাদের পেনশন! এই রাজ্যের নয়া নিয়মে আপাতত মাথায় হাত পেনশন প্রাপকদের। কী হতে চলেছে?

PREV
110
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। জুন মাস থেকে নাও পেতে পারেন পেনশনের টাকা। 

210
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

পেনশনভোগীদের জন্য নয়া নিয়ম। জানানো হয়েছে ৩১ মে-র মধ্যে একটি কাজ শেষ না হলে নাকি জুন মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে তাদের পেনশন! 

310
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

এই রাজ্যের নয়া নিয়মে আপাতত মাথায় হাত পেনশন প্রাপকদের। কী হতে চলেছে?

410
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

তাহলে কীভাবে জুন মাস থেকে চালু রাখতে পারবেন নিজের পেনশন? এই বিশে, কাজটি করতেই হবে আপনাকে। জেনে নিন। 

510
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

সামাজিক সুরক্ষা পেনশনের আওতায় যারা এখনও শারীরিক যাচাই করেননি (বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী) তাদের ৩১ মে, ২০২৫ এর আগে যাচাই সম্পন্ন করতে হবে। 

610
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

অন্যথায়, জুন থেকে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। ২০২৫ সালের জন্য সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় গ্রহীতাদের বার্ষিক শারীরিক যাচাইয়ের সময়সীমা ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

710
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

পেনশনভোগীরা কীভাবে তাদের তথ্য আপডেট করবেন?

পেনশনভোগীরা ই-মিত্র কিয়স্ক, ই-মিত্র প্লাস সেন্টার এবং আধার প্রমাণীকরণ' মোবাইল অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক বা মুখ চিনতে পারার মাধ্যমে বার্ষিক শারীরিক যাচাই করতে পারেন।

810
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

বায়োমেট্রিক যাচাইয়ে কোনও সমস্যা হলে, পেনশনভোগীরা তাদের PPO, আধার কার্ড বা জন আধার কার্ড নিয়ে উপ-বিভাগীয় কার্যালয়ে গিয়ে বার্ষিক যাচাই করতে পারেন।

910
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন

পেনশন প্রকল্পের গ্রহীতাদের বার্ষিক শারীরিক যাচাইয়ে কোনও সমস্যা হলে, পেনশনভোগীরা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক, পৌর কমিশনার এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে তথ্য পেতে পারেন।

1010
পেনশন প্রাপকদের জন্য বড় খবর

আপাতত রাজস্থানে এই নিয়ম চালু করা হয়েছে। খুব দ্রুত দেশের অন্যান্য রাজ্যেও চালু হতে পারে পেনশনভোগীদের এই নিয়ম। 

Read more Photos on
click me!

Recommended Stories