DA Hike: ৫৯% মহার্ঘ ভাতা জুলাই মাস থেকেই? একটি কারণেই কপাল খুলে যাবে সরকারি কর্মীদের

Published : May 16, 2025, 11:36 AM IST

DA Hike on July: জুলাই মাসে একপ্রস্থ মহার্ঘ ভাত বৃদ্ধি হতে পারে সরকারি কর্মীদের। ইতিমধ্যেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। কারণ এই সূচক বাড়ছে। 

PREV
112
জুলাই মাসে ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সরকারি কর্মীদের বছরে দুইবার ডিএ বৃদ্ধি করে। জানুয়ারি আর জুলাই মাসে। জুলাই মাস হতে আর মাত্র দেড় মাস সময় রয়েছে।

212
জুলাই মাসে ডিএ কত বাড়বে

জুলাই মাসে কেন্দ্রীয় সরকার কতটা ডিএ বাড়াবে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ শেষবার মাত্র ২ শতাংশ হারে ডিএ বেড়েছিল কেন্দ্রের সরকারি কর্মীদের।

312
কেন্দ্র সরকারি কর্মী সংখ্যা

কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আর বর্তমান মিলিয়ে প্রায় ১.২ কোটি কর্মী। শেষবার মাত্র ২ শতাংশ ডিএ বৃদ্ধির কারণে তারা রীতিমত হতাশ ছিলেন।

412
কেন্দ্রের ডিএ নির্ভর

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নির্ভর করে CPI-IW সূচকের ওপর। শ্রম মন্ত্রক মার্চ মাসের ডেটা প্রকাশ করেছে। তারই ভিত্তিতে সরকারি কর্মীদের অনুমান আগের বারের থেকে এবার ডিএ বেশি বাড়বে।

512
মার্চের সূচক

পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসের সূচক বেড়ে হয়েছে ১৪৩.০। জানুয়ারিতে ছিল ১৪৩.২।

612
সূচকের ওপর নির্ভর করে ডিএ

CPI-IW সূচকের ওপর নির্ভর করে ডিএ। এটি বাড়লে ডিএ বাড়ে। আর এটি কমলে ডিএ কমে। সম্প্রতি সূচক বৃদ্ধি পেয়েছে। তাাই লক্ষ লক্ষ সরকারি কর্মী আশাবাদী আগামীতে তাদের ডিএ বাড়ছে।

712
বর্তমন ডিএ

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীর ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শেষবার ২ শতাংশ হারে ডিএ বেড়েছে। জুলাই থেকে যদি ৫৯ শতাংশ ডিএ হয় তাহলে তাদের সুবিধে হবে বলেও দাবি করছে।

812
ডিএ হিসেব করার নিয়ম

সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ হিসেব করা হয় গত ১২ মাসের CPI-IW ডেটার গড় অনুযায়ী। মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মীদের রক্ষা করতে ডিএ আর ডিআর বৃদ্ধি করা হয়।

912
সপ্তম বেতন কমিশনের মেয়াদ

সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছর ডিসেম্বর মাসে। ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে মোদী সরকার।

1012
অষ্টম বেতন কমিশনে ডিএ

অষ্টম বেতন কমিশনে ডিএ এই বিষয়টা থাকবে কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে।

1112
অষ্টম বেতন কমিশন লাগু

অষ্টম বেতন কমিশন কবে থেকে লাগু হবে তা স্পষ্ট নয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে।

1212
ডিএ বাড়া নিয়ে আশাবাদী

তবে সরকারি কর্মীদের একাংশ ডিএ বৃদ্ধি নিয়ে আশবাদী। পুজোর আগে তারা মোটা টাকা হাতে পাবেন বলেও মনে করছেন।

click me!

Recommended Stories