Delhi Building Collapse News: তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, উত্তর দিল্লিতে ফের বিপর্যয়, বহু লোকের আটকে পড়ার আশঙ্কা!

Published : Jul 12, 2025, 09:50 AM ISTUpdated : Jul 12, 2025, 09:51 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Delhi Building Collapse: রাজধানীতে ফের বিপর্যয়। এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। এখনও পর্যন্ত মেলেনি কোনও প্রাণহানির খবর। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? বিশদে জানতে হলে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Delhi Building Collapse: সাতসকালে রাজধানীতে বহুতল বিপর্যয়। হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একটি চারতলা বহুতল। শনিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির Welcome এড়িয়ার সিলামপুরের জনতা মজদুর কলোনীতে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না মিললেও আহতের সংখ্যা অন্তত ৪। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়ির ভিতর থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। দমকল সূত্রে খবর, ভিতরে ধ্বংসস্তুপের মধ্যে আরও অনেকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৭টা নাগাদ হঠাৎ করে ভেঙে পড়ে সিলামপুরের জনতা মজদুর কলোনীর এই চারতলা বাড়িটি। যেখানে আট থেকে ১০ জন বাসিন্দা ওই বাড়িতে বসবাস করতেন। তাঁদের মধ্যে তিনজন মহিলা ও তিনজন শিশু ছিল। ভাঙা বাড়ির ভিতরে এখনও পর্যন্ত ছয়জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে নিকটবর্তী হাসপাতালে। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী। যুদ্ধগতিতে চলছে উদ্ধার কাজ। তবে কী কারণে এই দুর্ঘটনা সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানতে পারা যায়নি। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়