Sikkim Landslide: সময়ের আগে আগাম বর্ষা এলেও কিছু কিছু রাজ্যের জন্য তা বিপদ ডেকে এনেছে। অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত। একই অবস্থা সিকিম-গ্য়াংটকেরও। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
গত কয়েকদিন ধরে একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। গরমের ছুটিতে পাহাড়ে ঘুরতে গিয়ে বিপদের মুখে পর্যটকরা। ব্যাহত সিকিম-গ্যাংটক সড়ক পরিষেবা। অতি বৃষ্টির কারণে বাড়ছে আরও দুর্যোগ।
210
মেঘভাঙা বৃষ্টিতে ব্যাহত জনজীবন
বন্যা পরিস্থিতির জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ে ঘুরতে এসে আটকে পড়েছেন অন্তত শতাধিক পর্যটক। ঘুরতে গিয়ে পাহাড়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী পর্যটকরা।
310
বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা
একদিকে বাড়ছে তিস্তা নদীর জলস্তর। অন্যদিকে একটানা মুষলধারা বৃষ্টির কারণে নেমেছে ধস। যারফলে ভেঙে গিয়েছে রাস্তাঘাট। বৃষ্টি এখনও অব্যাহত উত্তর সিকিম সহ বিভিন্ন এলাকায়।
অতি বৃষ্টির কারণে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে দেখা দিয়েছে ভূমিধস। যারফলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনী।
510
ভূমিধসে ভাঙল সেনা ছাউনি
উত্তর সিকিমের লাচেন জেলার চেতানে ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতিবৃষ্টির কারণে হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে পাহাড়ের একটা অংশ। জলের তোড়ে ভেসে যায় তিন সেনা জওয়ান।
610
জলমগ্ন সিকিমের বিস্তীর্ণ এলাকা
সিকিমে বন্যা পরিস্থিতির জেরে জলের তলায় ডুবে রাস্তাঘাট। ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। একপ্রকার গৃহবন্দি সাধারণ মানুষ। ক্রমাগত ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত।
710
উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা
উত্তর সিকিমে বন্যা পরিস্থিতির জেরে বিপর্যস্ত অবস্থা গোটা এলাকার। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনী। চলছে যুদ্ধগতিতে উদ্ধার কাজ।
গত তিন দিনে অসম, মণিপুর, ত্রিপুরা, সিকিম এবং অরুণাচল প্রদেশের মতো উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বন্যা এবং ভূমিধ্বসের ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি হয়েছে।
1010
নতুন করে ভূমিধসে বিপত্তি
উত্তর সিকিমে ১,২০০ এর বেশি পর্যটক আটকা পড়েছেন। রবিবার তাদের উদ্ধার করার কথা ছিল কিন্তু নতুন ভূমিধ্বসের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। মুনশিথাং-এ ২৯ মে একটি গাড়ি তিস্তা নদীতে পড়ে যায়, যাতে থাকা ৮ জন পর্যটক এখনও নিখোঁজ।