WB Weather Update: জ্বালাপোড়া গরমে নাজেহাল অবস্থা। সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া। কতদিন থাকবে গরম? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
WB Weather Update: সকাল থেকেই তীব্র ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাড়ি থেকে বেরলেই ঘেমেনেয়ে একাকার অবস্থা। আলিপুর আবহাওয়া অফিসের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, রবিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিস্কার হবে। গরম বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সোমবার থেকেই গরমে জ্বালাপোড়ার মতন অবস্থা। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে চরম আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব বজায় থাকবে। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে বর্ষা থমকে গিয়েছে উত্তরবঙ্গে। মৌসুমী বায়ুর গতি শ্লথ। জুন মাসের প্রথম সপ্তাহেও বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা এলেও, দক্ষিণবঙ্গে এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১০ জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষা ঢুকবে কিনা সন্দিহান আবহাওয়াবিদরা।
কারণ, হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ২৬ মে থেকে পশ্চিমে মুম্বই, অহল্লা নগর, আদিলাবাদ, ভবানিপাটনা, পুরি ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। যার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়লেও আপাতত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গ। জানা গিয়েছে, হরিয়ানা ও অসমের উপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে উত্তর-পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির পরিমাণ। শুধু তাই নয়, পাকিস্তান সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Today Weather Forecast):-
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ বঙ্গে গরম ও জলীয়বাষ্পের জন্য অস্বস্তি থাকবে চরমে। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ফলে আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তিভাব বজায় থাকবে সর্বত্র। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
কলকাতার আজকের আবহাওয়া (Kolkata Today Weather Forecast):-
ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। এই সপ্তাহে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
কলকাতার তাপমাত্রা (Kolkata Today Weather Temperature):-
সোমবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯১ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Today Weather Forecast):-
আলিপুর আবহাওয় দফতর সূত্রে খবর, আজকেও ভারী বৃষ্টির আশঙ্কা। উপরের দিকের দুই জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। একটানা বৃষ্টিতে ধ্বসের আশঙ্কা। বাড়ছে নদীর জলস্তর। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। নীচের তিন জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


