'ভারত-ভাগ সম্পূর্ণ ভুল, আপশোষ করছেন পাকিস্তানিরা', জানালেন মোহন ভাগবত

ভারত ভাগ নিয়ে আবারও মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন অখণ্ড ভারত সত্য কিন্তু দেশভাগ দুঃস্বপ্ন।

 

Web Desk - ANB | Published : Mar 31, 2023 4:02 PM IST / Updated: Mar 31 2023, 09:49 PM IST

পাকিস্তানের মানুষ স্বাধীনতার ৭০ বছরের পরেও তেমন খুশি নয়। বর্তমানে তারা বিশ্বাস করে ভারত ভাগ করা ছিল একটি ভুল। এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাহবত। এখানেই শেষ নয়! তিনি আরও বলেছেন, অখণ্ড ভারত সত্য কিন্তু ভারত ভাগ ছিল একটি দুঃস্বপ্ন। ভাগবত কিশোর বিল্পবী হেমু কালানির জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভোপালে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। এই অনুষ্ঠানে দেশের ভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিল সিন্ধি সম্প্রদায়ের মানুষ।

আরএসএস প্রধান মোহত ভাগবত একটি নতুন ভারত গড়ার প্রয়োজনীতার ওপর জোর দিয়েছেন। বলেছেন অখণ্ড ভারত (একটি দেশের ধারনা যার সমস্ত অংস বর্তমানে আধুনিক আফগানিস্তান, বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান রয়েছে- এর সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও তিব্বতের কিছু অংশ।) সত্য, কিন্তু ভারত ভাগ এখনও দুই দেশের কাছেই দুঃস্বপ্ন। তিনি আরও বলেন, অখণ্ড ভারত যা ছিল ১৯৪৭ সালের আগে- কিন্তু যারা তাদের একগুঁয়েমির জন্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল তারা কী এখনও সুখী? নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, তাদের মধ্যে এখনও ব্যাথা রয়েছে। তিনি আরও বলেন সেই সময়ই এক ভারত সুখে ছিল।

Latest Videos

এদিন আরএসএস প্রধান, দুই দেশের মধ্যে যে যুযুধান দেশের তিক্ত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ভারতের সংস্কৃতি এমনই যা অন্য কোনও দেশ বা ব্যক্তির ওপর আক্রমণ করতে শেখায় না। তিনি আরও বলেন, 'আমি বলতে চাইছি না যে ভারতকে পাকিস্তানের আক্রমণ করা উচিৎ। মোটেই না। আমরা সেই সংস্কৃতির অন্তর্গত নই যে অন্যদের ওপর আক্রমণ করার আহ্বান জানায়।' তিনি আরও বলেন,' আমরা সেই সংস্কৃতি থেকে এসেছি যে দেশের মানুষকে আত্মরক্ষা করার জন্য উপযুক্ত জবাব দিতে শেখায়।' এই প্রসঙ্গে তিনি সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করেন। বলেন,' আমরা এটা করি - আমরা এটাই চালিয়ে যাব।'

এদিন মোহন ভাগবত বলেছেন, পাকিস্তানের মানুষ এখন বলছে ভারত বিভাগ একটি ভুল ছিল। সবাই বলছে এটি ভুল ছিল। যা সঠিক তা অক্ষত থাকে। আর যা ভুল তা আসে যায়। ভাগবত পাকিস্তানের বর্তমান প্রত্যক্ষ করা অভ্যন্তরীন দ্বন্দ্ব ও আর্থিক সঙ্কটের কথাও উল্লেখ করেন। যারা দেশ ভাগের সময় এখানে এসেছিল সেই সিন্ধি সম্প্রদায়কে স্বাগত জানিয়ে বলেন, 'আপনারা সমৃদ্ধ সিন্ধু সংস্কৃতি ও মূল্যবোধের জন্য ভারত আরও সমৃদ্ধ হয়েছে। '

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো