ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে, কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু ৬ জনের

Published : Mar 31, 2023, 12:58 PM IST
durg news  a woman fire test by running on burning coals and nails due to suspicion of black magic

সংক্ষিপ্ত

সংশ্লিষ্ট বাড়ি থেকে ন'জনকে উদ্ধার করে। তাঁরা প্রত্যেকেই গুরুতর অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে।

শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয় মৃত্যু হল ৬ জনের। শুক্রবার সকালে দিল্লির শাস্ত্রী পার্কে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে প্রতিবেশিরাই প্রথম আগুনের শিখা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশ ও দমকলে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি দল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। তাঁরা সংশ্লিষ্ট বাড়ি থেকে ন'জনকে উদ্ধার করে। তাঁরা প্রত্যেকেই গুরুতর অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই ন'জনের মধ্যে মৃত্যু হয় ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলা ও এক শিশুও। ঠিক কীভাবে আগুন লাগল সে বিষয় এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

পুলিশ সূত্রে খবর প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে মশা মারার ধূপ থেকেই প্রথমে আগুন ধরে বিছানার গদিতে। তারপরে ছড়িয়ে পড়ে আগুন। বাড়ির সকলে ঘুমিয়ে থাকায় আগুন লাগার বিষয়টি অনেক পড়ে টের পান তাঁরা। বাড়ির লোক টের পেতে পেতে কালো ধোঁয়ায় ভরে যায় বাড়ি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান শুক্রবার খুব ভোরের দিকে ঘটনাটি ঘটেছে।

বিস্তারিত আসছে....

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল