কলকাতায় কি কমল জ্বালানি তেলের দাম, রইল দেশের বড় শহররের পেট্রোল ডিজেলের দাম

 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশ লিমিটেড, হিন্দুস্তান অয়ের করোপেরেশন লিমিটেডসহ পাব্লিক সেক্টরগুলি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বিদেশী মুদ্রার হারের সঙ্গে সঙ্গতি রেখেই প্রতিদিন তেলের দাম নির্ধারণ করে। প্রায়ই সংশোধন করা হয় জ্বালানি তেলের দাম।

পেট্রোল ও ডিজেলের (Petrol, Diesel price) দাম প্রতিদিন সকালেই জানিয়ে দেয়  তেল সংস্থাগুলি (Oil Company)। সেইমত এদিনও জানান  হয়েছে। কিন্তু গত ৪ নভেম্বর পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার (Central Govt)। তারপর থেকেই এই দেশে জ্বালানি তেলের (Fuel Price)দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ৯ ফেব্রুয়ারিও গোটা দেশে জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। 

একবার এক নজরে দেখে নিন চার মেট্রো সিটির পেট্রোলের দামঃ
চেন্নাই ১০১.৪০ টাকা প্রতি লিটার
দিল্লি  ৯৫.৪১ টাকা প্রতি লিটার
কলকাতা ১০৪.৬৭ টাকা প্রতি লিটার
মুম্বই ১০৯.৯০ টাকা প্রতি লিটার

Latest Videos

চারটি মেট্রো সিটির ডিজেলের দাম 
চেন্নাই ৯১.৪৩ টাকা প্রতি লিটার
দিল্লি ৮৬.৬৭ টাকা প্রতি লিটার 
কলকাতা ৮৯. ৭৯ টাকা প্রতি লিটার 
মুম্বই ৯৪.১৪ টাকা প্রতি লিটার 

দেশের বড় শহরগুলির পেট্রোল ও ডিজেলের দাম দেখে নিন (লিটার প্রতি দাম)
শহর        পেট্রোল            ডিজেল
আগ্রা         ৯৫.০৫          ৮৬.৫৬
আমেদাবাদ  ৯৫.১৩        ৮৯.১২
ইলাহাবাদ      ৯৫.৩৫      ৮৬.৮৯
বেঙ্গালুরু       ১০০.৫৮     ৮৫.০১
ভূপাল          ১০৭.২৩       ৯০.৮৭
ভূবনেশ্বর      ১০১.৮১        ৯১.৬২
চণ্ডীগড়        ৯৪.২৩          ৮০.৯০  

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখনও পর্যন্ত অনেকটাই কমেছে। ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে দাম নেমে গেছে। আন্তর্জাতিক বাজারে স্থির রয়েছে তেলের দাম। কিন্তু দেশে আপাতত জ্বালানি তেলের দাম কমার কোনও লক্ষণ নেই। তবে পুজোর আগে থেকেই পেট্রোলের পাশাপাশি ডেজেলের দামও আকাশ ছোঁয়া হয়েছিল। যার জেরে সমস্যায় পড়তে হয়েছিল দেশের সাধারণ মানুষকে। জ্বালানি তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যের দাম। কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দেশের সাধারণ মানুষ। 

 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশ লিমিটেড, হিন্দুস্তান অয়ের করোপেরেশন লিমিটেডসহ পাব্লিক সেক্টরগুলি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বিদেশী মুদ্রার হারের সঙ্গে সঙ্গতি রেখেই প্রতিদিন তেলের দাম নির্ধারণ করে। প্রায়ই সংশোধন করা হয় জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে গত ২ মাসেরও বেশি সময় ধরে স্থির রয়েছে তেলের দাম। তবে স্থানীয় সরাকর পেট্রোলের মূল্যের ওপর ভ্যাট বসিয়েই তেলের দাম ঘোষণা করে। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্য সরকারও তেলের ভ্যাট কমিয়েছে।  সবমিলিয়ে নভেম্বরের পর থেকে পেট্রোল ও ডিজেলের দামে তেমন হেরফের না হওয়ায় স্বস্তি রয়েছে দেশের সাধারণ মানুষের মধ্যে। 

জরুরি আবস্থা থেকে গোয়ার স্বাধীনতা অন্দোলন, এক নজরে রাজ্যসভায় মোদীর সেরা ১০ প্রসঙ্গ

শহরে কি কমল পেট্রল-ডিজেলের দাম, দেখুন শহরভিত্তিক জ্বালানির দরের তালিকা

নেহেরুর জন্য কারও সার্টিফিকেট দরকার নেই, মোদীকে টার্গেট রাহুলের
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী